দুর্নীতির মামলার আসামিকে দুদকে পদায়ন, খোঁজ নেবেন জানালেন কমিশনার
কক্সবাজারে আলোচিত ভূমি অধিগ্রহণ দুর্নীতির মামলার আসামি ও বিতর্কিত সরকারি কর্মকর্তা আমিন আল পারভেজকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালক পদে পদায়ন করা হয়েছে। এ বিষয়ে দুদক কমিশনার (তদন্ত) বলছেন, এমন অভিযোগ সত্য হলে জনমনে দুদক সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে, সে জন্য কমিশনে কথা বলা হবে।