Ajker Patrika

বিএসইসির রুবাইয়াতের স্ত্রী-সন্তানসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলামের স্ত্রী শেনীন রুবাইয়াত, ছেলে জোহায়ের শারার ইসলাম, জারেব শাহদান ইসলামসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে। দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান ১১ জনের নিষেধাজ্ঞা জারি চেয়ে আবেদন করেন।

অন্য যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন শেখ শামসুদ্দিন আহমেদ, মোহাম্মদ মাহবুবুল আলম, মো. সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, শেখ মাহবুবুর রহমান, মো. মাহমুদুল হক, এস কে মো. লুৎফুল কবির ও মো. রশিদুল আলম। এঁরা রুবাইয়াতের সহযোগী বলে জানা গেছে।

আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পদ-পদবি ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

এদিকে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্টরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তাঁরা দেশ ছেড়ে চলে গেলে দুদকের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। এমতাবস্থায় তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

উল্লেখ্য, রুবাইয়াত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ধানমন্ডি থেকে আটক হন। আটকের পর ৫ ফেব্রুয়ারি রুবাইয়াতের বিরুদ্ধে পৌনে ৪ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা সমন্বিত দুদক কার্যালয়ে মামলা করে দুদক।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আরও পাঁচজনকে আসামি করা হয়।

ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা দেখিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১ কোটি ৯২ লাখ টাকা বা প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার ঘুষ গ্রহণ করেন এবং ভুয়া পণ্য বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানির কৌশলে ১ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮২০ টাকাসহ ৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে মামলায়।

৫ ফেব্রুয়ারি ১০ দিনের রিমান্ডে আদালতে হাজির করা হয় রুবাইয়াতকে। ওই দিন আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৬ ফেব্রুয়ারি তাঁর রিমান্ডের আবেদন রুজু করে জেলগেটে জিজ্ঞাসাবাদে নির্দেশ দেন ঢাকার আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত