অনলাইন ডেস্ক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করেছে সংস্থাটি।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
দুদকের মহাপরিচালক বলেন, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদকের তদন্তকারী কর্মকর্তারা, যার প্রেক্ষিতে তাঁর নামে দুটি মামলা করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক এই প্রতিমন্ত্রী স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেন করেন। এই লেনদেন তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।
অপর মামলাটি করা হয়েছে কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে। এই মামলায় কামাল মজুমদারকেও আসামি করা হয়েছে। শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্য দিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি না থাকায়, শাহিদা কামালের নামে বা বেনামে সম্পদ থাকতে পারে সন্দেহে দুদক আইন ২০০৪-এর ২৬ (১) ধারা মোতাবেক তাঁর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির দুর্নীতিগ্রস্ত অন্য নেতাদের মতো কামাল মজুমদারের দুর্নীতি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক। পরে ছাত্র আন্দোলনে দায়ের করা বেশ কিছু হত্যা মামলায় গত বছরের ১৯ অক্টোবর কামাল মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করেছে সংস্থাটি।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
দুদকের মহাপরিচালক বলেন, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদকের তদন্তকারী কর্মকর্তারা, যার প্রেক্ষিতে তাঁর নামে দুটি মামলা করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক এই প্রতিমন্ত্রী স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেন করেন। এই লেনদেন তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।
অপর মামলাটি করা হয়েছে কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে। এই মামলায় কামাল মজুমদারকেও আসামি করা হয়েছে। শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্য দিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি না থাকায়, শাহিদা কামালের নামে বা বেনামে সম্পদ থাকতে পারে সন্দেহে দুদক আইন ২০০৪-এর ২৬ (১) ধারা মোতাবেক তাঁর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির দুর্নীতিগ্রস্ত অন্য নেতাদের মতো কামাল মজুমদারের দুর্নীতি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক। পরে ছাত্র আন্দোলনে দায়ের করা বেশ কিছু হত্যা মামলায় গত বছরের ১৯ অক্টোবর কামাল মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ।
রেলযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির গল্পের শেষ নেই। সময়মতো ট্রেন না ছাড়া, দরকারি টিকিট না পাওয়া, অপরিচ্ছন্ন আসন, নোংরা প্ল্যাটফর্ম— এমন অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে যাত্রী-মনে। ট্রেনে ও স্টেশনে সেসব অভিযোগ জানানোর জন্য রয়েছে বড় আকারের রুলটানা খাতা, যার সরকারি নাম ‘কমপ্লেইন রেজিস্ট্রার বুক’।
২৪ মিনিট আগেঅবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে...
২ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের...
৯ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ দিন আগে