গাইবান্ধায় আলুগাছে লেডব্লাইড
রংপুরের পাঁচ জেলায় ৯৭ হাজার ১২৫ হেক্টর জমিতে চলতি রবি মৌসুমে বিভিন্ন উন্নত জাতের আলু চাষ হয়েছে। জেলাগুলো হচ্ছে, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী। তবে ঘন কুয়াশা পড়ায় লেডব্লাইড রোগের আশঙ্কায় আলুর ফলন নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকেরা।