Ajker Patrika

ভূমি কর্মকর্তা হত্যার আট বছরেও শুরু হয়নি বিচারকার্য

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১: ৫৭
ভূমি কর্মকর্তা হত্যার আট বছরেও শুরু হয়নি বিচারকার্য

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের ৮ বছরেও শুরু হয়নি বিচার কার্যক্রম। নারাজি শুনানির পর আদেশের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। এদিকে দীর্ঘদিনেও বিচারকার্য শুরু না হওয়ায় ক্ষোভ ও সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিহতের পরিবার।

মামলার বাদী ফাদার স্যামসন মার্ডি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দিনদুপুরে একজন সরকারি কর্মকর্তাকে (এসি ল্যান্ড) পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বেশ কিছু ক্লু আদালতে আমরা উপস্থাপন করেছি। কিন্তু তদন্তের নামে শুধু কালক্ষেপণ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের জুডিশিয়াল তদন্ত চাওয়া হয়েছিল। তা না করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। পিবিআইও একই তদন্ত প্রতিবেদন দেন আদালতে। এই প্রতিবেদনে হত্যাকাণ্ডের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে।’ এর আগে পুলিশের করা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মিজানুর রহমান বলেন, এ মামলাটি আদেশের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য আছে। নারাজি থাকার কারণে আদালত তা আমলে নিয়ে পুনঃ তদন্তের আদেশ দিয়েছিলেন। এ জন্য বিচারকার্য শুরু হতে দেরি হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১১ জানুয়ারি অবিদীয় মার্ডি নিজ বাড়ি নওগাঁর ধামুরহাট থেকে মোটরসাইকেলে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ইক্ষু খামারের কাটা-ফাঁসিতলা সড়কের মাঝামাঝি পৌঁছালে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাঁকে ইক্ষু খামারের ভেতরে নিয়ে রড দিয়ে পিটিয়ে হত্যার পর রাস্তায় রেখে সড়ক দুর্ঘটনা বলে প্রচার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত