Ajker Patrika

তাপমাত্রা বাড়লেও কমেনি শীত

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ০১
তাপমাত্রা বাড়লেও কমেনি শীত

দিনাজপুরে এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি। তবে তাপমাত্রা বাড়লেও কমেনি শীত।

উত্তরে হিমেল বাতাস আর কুয়াশা থাকায় শীতের তীব্রতা থেকে রেহাই পাচ্ছে না দিনাজপুরসহ উত্তরাঞ্চলের মানুষ। রাত থেকে দিনের অনেকটা অংশ কুয়াশাচ্ছন্ন থাকায় দিনের বেলায়ও দূরপাল্লার যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, মূলত শীতকালে সাইবেরিয়া থেকে শীতল বায়ু বাংলাদেশ ও ভারতের দিকে ধাবিত হয়।

যেটি হিমালয়ে বাধা পেয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের তাপমাত্রা বেশি থাকায় ভূমধ্যসাগর থেকে ওড়া উষ্ণ জলীয় বাষ্প সাইবেরিয়া থেকে আসা শীতল বাতাসকে আসতে বাধা প্রদান করছে। ফলে ঠান্ডা বাতাস আসতে পারছে না। যার কারণে শীত কম অনুভূত হচ্ছে।

আবার শীতল বাতাসের সঙ্গে উষ্ণ বাতাস মিশ্রণের ফলে মেঘের সৃষ্টি হচ্ছে, যার প্রভাবে দেশের উত্তরাঞ্চলে মেঘের আনাগোনা বেড়েছে।

এতে আজ অথবা আগামীকাল বৃষ্টি হতে পারে। মেঘটি বৃষ্টি আকারে ঝরে গেলেই আবার শীতল বায়ুর প্রবাহ শুরু হতে পারে। আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে দেশ।

এ ছাড়া গতকাল মঙ্গলবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৬-৮ কিলোমিটার পর্যন্ত উন্নীত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত