Ajker Patrika

মাইকের শব্দে অতিষ্ঠ দিনাজপুর পৌরবাসী

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৩: ৪৬
মাইকের শব্দে অতিষ্ঠ দিনাজপুর পৌরবাসী

দিনাজপুর শহরে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সমানতালে চলে মাইকের উচ্চ শব্দে নানা প্রচার। এতে করে চরম শব্দদূষণের কবলে পড়েন পৌরবাসী।

এ থেকে পরিত্রাণের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। এসব মাইক প্রচারে মানা হচ্ছে না কোনো বিধিনিষেধ। নাটক-সিনেমা, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে পণ্যের প্রচারে উচ্চ শব্দ করা হচ্ছে যত্রতত্র।

শব্দদূষণ বিধিমালা অনুযায়ী মাইকে প্রচার করতে হলে আগে জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে। করোনাকালীন আগে এটি প্রচলিত হলেও বর্তমানে প্রশাসনের অনুমতির ধার ধারছে না কেউ।

নাক-কান-গলা বিশেষজ্ঞ ও টিএমএসএস মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মাহফুজুল হক মামুন জানান, সহনযোগ্য শব্দের অতিরিক্ত মাত্রার শব্দ বেশি শ্রবণ করলে মানুষ হৃদ্‌রোগ, অনিদ্রা, মাথাব্যথা, মানসিক অবসাদগ্রস্ত হওয়াসহ বধির হয়ে যেতে পারে। শিশুদের ক্ষেত্রে ক্ষুধামান্দ্য, পড়াশোনায় অমনোযোগিতাসহ মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। মানুষের স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই।

গণেশতলা এলাকার ব্যবসায়ী আবু তালেব বলেন, ‘মাইকের প্রচারের অত্যাচারে আমাদের কানগুলো মনে হয় ভোঁতা হয়ে যাচ্ছে। এত বেশি মাইকিং অথচ প্রশাসনের এদিকে কোন নজরদারি নেই।’

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট বলেন, দিনাজপুর শহরে মাইকের শব্দের কারণে কান পাতা দায় হয়ে পড়েছে। এত অতিরিক্ত শব্দে মাইক বাজানো হয় অথচ প্রশাসনের কোনো নজরদারি নেই। প্রশাসনের উচিত শব্দদূষণ নিয়ন্ত্রণে নীতিমালা অনুসরণ ও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।

জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট সামিউল আলম কোরেশী জানান, শব্দদূষণ বিধিমালা অনুযায়ী মাইকে প্রচার করতে হলে আগে জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়। কিন্তু আইনটি সম্পর্কে অনেকেই অবগত নন। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বিষয়টি ব্যাপক প্রচার চালানো হবে। তারপরেও জনগণ আইন না মানলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত