বেনাপোল এক্সপ্রেসে আগুন: এক নারীর মৃত্যু, দগ্ধ বেশ কয়েকজন
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের সূত্র জানিয়েছে, আগুনে ট্রেনটির পাঁচটি বগি পুড়ে ছাই হয়েছে। এতে অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।