নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দেবর-জায়ের দেওয়া আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম আঞ্জুমানারা খাতুন (৫৫)। গত সোমবার উপজেলার বাগিচাপুর গ্রামে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
এ ঘটনায় আজ রোববার নিহতের মেয়ে আকলিমা বাদী হয়ে তিনজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন নিহতের দেবর উপজেলার বাগিচাপুর গ্রামের গিয়াস উদ্দীন (৫৫), তাঁর স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন (৫০) ও তাঁদের ছেলের বউ মোছা. মালেকা (২৫)।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, উপজেলার বাগিচাপুর গ্রামের আবুল কাশেমের মৃত্যুর পর জমির ওয়ারিশ নিয়ে তাঁর স্ত্রী আঞ্জুমানারা ও একমাত্র মেয়ে আকলিমার সঙ্গে আবুল কাশেমের ছোট ভাই গিয়াস উদ্দীনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিসও হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারীকে জোর করে ঘর থেকে বের করে আনেন তাঁর দেবর, জা ও তাঁদের ছেলের বউ। এ সময় আম্বিয়া ও তাঁর ছেলের বউ মালেকা ওই নারীর গায়ে কেরোসিন ঢেলে দেয়। পরে গিয়াস উদ্দীন তাঁর শরীরে আগুন জ্বালিয়ে দেয়।
পরে ওই নারীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তাঁর মৃত্যু হয়।
মামলার বাদী আকলিমা আজকের পত্রিকাকে বলেন, ‘বাবার মৃত্যুর পর এই দুনিয়ায় মা আমার একমাত্র আপনজন ছিল। জমি লইয়া আমার চাচা-চাচী আমার মায়েরে পুড়াইয়া মারছে। আমি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দেবর-জায়ের দেওয়া আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম আঞ্জুমানারা খাতুন (৫৫)। গত সোমবার উপজেলার বাগিচাপুর গ্রামে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
এ ঘটনায় আজ রোববার নিহতের মেয়ে আকলিমা বাদী হয়ে তিনজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন নিহতের দেবর উপজেলার বাগিচাপুর গ্রামের গিয়াস উদ্দীন (৫৫), তাঁর স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন (৫০) ও তাঁদের ছেলের বউ মোছা. মালেকা (২৫)।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, উপজেলার বাগিচাপুর গ্রামের আবুল কাশেমের মৃত্যুর পর জমির ওয়ারিশ নিয়ে তাঁর স্ত্রী আঞ্জুমানারা ও একমাত্র মেয়ে আকলিমার সঙ্গে আবুল কাশেমের ছোট ভাই গিয়াস উদ্দীনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিসও হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারীকে জোর করে ঘর থেকে বের করে আনেন তাঁর দেবর, জা ও তাঁদের ছেলের বউ। এ সময় আম্বিয়া ও তাঁর ছেলের বউ মালেকা ওই নারীর গায়ে কেরোসিন ঢেলে দেয়। পরে গিয়াস উদ্দীন তাঁর শরীরে আগুন জ্বালিয়ে দেয়।
পরে ওই নারীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তাঁর মৃত্যু হয়।
মামলার বাদী আকলিমা আজকের পত্রিকাকে বলেন, ‘বাবার মৃত্যুর পর এই দুনিয়ায় মা আমার একমাত্র আপনজন ছিল। জমি লইয়া আমার চাচা-চাচী আমার মায়েরে পুড়াইয়া মারছে। আমি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
১৬ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২১ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
২৬ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে