গাংনীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ সেই দিনমজুরের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দিনমজুর সাহাদুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, গত বৃহস্পতিবার আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন সাহাদুল ইসলাম। তিনি উপজেলার কল্যানপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।