Ajker Patrika

ভালুকায় কারখানায় আগুন, দগ্ধ হয়ে মালিকের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ভালুকায় কারখানায় আগুন, দগ্ধ হয়ে মালিকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকার একটি কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বিল্লাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাইদুল ইসলাম (৩৫) ও আবদুল লতিফ (২৫) নামের দুজন। আজ বুধবার সকালে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ গ্রামে বন্ধন নামের কারখানায় অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ গ্রামের বিল্লাল হোসেন ও তার পাঁচ বন্ধু মোস্তফা কামাল, রাম প্রসাদ, আশরাফুল আলম, রফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম মিলে তিন বছর আগে ৮ লাখ টাকা বিনিয়োগ করে ডিজেল ও পেট্রল তৈরির কারখানাটি গড়ে তোলেন। প্রতিদিন ওই কারখানায় ৬০০ কেজি প্লাস্টিক বর্জ্য গলিয়ে ডিজেল ও পেট্রল উৎপাদন করা হয়।

এলাকাবাসী আরও জানায়, আজ বুধবার কারখানাটিতে আগুন ধরাতে গেলে বিকট শব্দে আগুন ধরে যায়। এ সময় কারখানার প্রধান উদ্যোক্তা বিল্লাল হোসেন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর উদ্যোক্তা একই গ্রামের সাইদুল ইসলামের (৩৫) ৪০ শতাংশ শরীর পুড়ে যায়। তা ছাড়া কারখানার শ্রমিক আব্দুল লতিফও (২৫) দগ্ধ হন। স্থানীয়রা অগ্নিদগ্ধ সাইদুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। তা ছাড়া দুজন গুরুতর আহত হয়েছেন। তদন্তসাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, কারখানায় অগ্নিদগ্ধ হয়ে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত