ইউটিউব দক্ষিণ কোরিয়ায় বাক স্বাধীনতার প্ল্যাটফর্ম হয়ে উঠল যেভাবে
বিপুলসংখ্যক দর্শক ইউটিউবে সমসাময়িক রাজনৈতিক বিষয়ের ওপর টক শো দেখেন। এমন একটি টক শোর নাম ‘জিওমসন ইজ নাথিং’। জিওমসন অর্থ ‘বিনয়’। এর উপস্থাপক কিম ওউ জুন। কর্তৃত্ববাদী সরকারের প্রতি তিনি মোটেও বিনয়ী নন। যেখানে প্রচলিত গণমাধ্যমগুলো সরকারকে সন্তুষ্ট করে অনুষ্ঠান প্রচার করতে ব্যস্ত, সেখানে তিনি স্রোতের বিপ