দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা হাইসুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে নিজ বাসা থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ২৯ বছর বয়সী এ গায়িকার সুইসাইড নোট এটি।
দক্ষিণ কোরিয়ার অনলাইন নিউজ পোর্টাল নাভের এই খবর প্রকাশ করেছে।
হাইসুর মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে তাঁর গানের দল, গতকাল ১৫ মে। ব্যান্ডের বিবৃতিতে বলা হয়, হাইসু গত ১২ মে মারা গেছেন। খুবই ছোট করে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গায়িকাকে নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে ব্যান্ড দলটি।
পুলিশ বলছে, ১২ মে একটি বাসভবনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া গেছে যে মৃত ব্যক্তি গায়িকা হাইসু, যার প্রকৃত নাম কিম আরা।
দক্ষিণ কোরিয়ার নিউজ চ্যানেল ওয়াইটিএনের তথ্য অনুসারে, হাইসু তাঁর গানের ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালের নভেম্বরে।
গত মাসে কে-পপ তারকা মুনবিনকেও নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। বয় ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য ছিলেন মুনবিন (২৫)।
উল্লেখ্য, হাইসু ছিলেন দক্ষিণ কোরিয়ার ট্রট ঘরানার গানের শিল্পী। ট্রট মিউজিক কোরিয়ার অন্যতম জনপ্রিয় মিউজিক ঘরানা। কেউ কেউ এটিকে কে-পপ সংগীতের প্রাচীনতম রূপ (জাপানি ঔপনিবেশিক শাসনকালের) বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে কে-পপের একটি উপ-ধারা হিসেবেও দেখেন।
ট্রট মিউজিক প্রায়শই পুরোনো প্রজন্মের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তবে এই ধারাটি ক্রমাগত বিকশিত হয়ে কোরিয়ার সংগীতশিল্পে জায়গা করে নিয়েছে। হাইসু এই ধারার অন্যতম জনপ্রিয় মুখ।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা হাইসুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে নিজ বাসা থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ২৯ বছর বয়সী এ গায়িকার সুইসাইড নোট এটি।
দক্ষিণ কোরিয়ার অনলাইন নিউজ পোর্টাল নাভের এই খবর প্রকাশ করেছে।
হাইসুর মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে তাঁর গানের দল, গতকাল ১৫ মে। ব্যান্ডের বিবৃতিতে বলা হয়, হাইসু গত ১২ মে মারা গেছেন। খুবই ছোট করে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গায়িকাকে নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে ব্যান্ড দলটি।
পুলিশ বলছে, ১২ মে একটি বাসভবনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া গেছে যে মৃত ব্যক্তি গায়িকা হাইসু, যার প্রকৃত নাম কিম আরা।
দক্ষিণ কোরিয়ার নিউজ চ্যানেল ওয়াইটিএনের তথ্য অনুসারে, হাইসু তাঁর গানের ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালের নভেম্বরে।
গত মাসে কে-পপ তারকা মুনবিনকেও নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। বয় ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য ছিলেন মুনবিন (২৫)।
উল্লেখ্য, হাইসু ছিলেন দক্ষিণ কোরিয়ার ট্রট ঘরানার গানের শিল্পী। ট্রট মিউজিক কোরিয়ার অন্যতম জনপ্রিয় মিউজিক ঘরানা। কেউ কেউ এটিকে কে-পপ সংগীতের প্রাচীনতম রূপ (জাপানি ঔপনিবেশিক শাসনকালের) বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে কে-পপের একটি উপ-ধারা হিসেবেও দেখেন।
ট্রট মিউজিক প্রায়শই পুরোনো প্রজন্মের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তবে এই ধারাটি ক্রমাগত বিকশিত হয়ে কোরিয়ার সংগীতশিল্পে জায়গা করে নিয়েছে। হাইসু এই ধারার অন্যতম জনপ্রিয় মুখ।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩৬ মিনিট আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৩৯ মিনিট আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে