দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা হাইসুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে নিজ বাসা থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ২৯ বছর বয়সী এ গায়িকার সুইসাইড নোট এটি।
দক্ষিণ কোরিয়ার অনলাইন নিউজ পোর্টাল নাভের এই খবর প্রকাশ করেছে।
হাইসুর মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে তাঁর গানের দল, গতকাল ১৫ মে। ব্যান্ডের বিবৃতিতে বলা হয়, হাইসু গত ১২ মে মারা গেছেন। খুবই ছোট করে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গায়িকাকে নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে ব্যান্ড দলটি।
পুলিশ বলছে, ১২ মে একটি বাসভবনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া গেছে যে মৃত ব্যক্তি গায়িকা হাইসু, যার প্রকৃত নাম কিম আরা।
দক্ষিণ কোরিয়ার নিউজ চ্যানেল ওয়াইটিএনের তথ্য অনুসারে, হাইসু তাঁর গানের ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালের নভেম্বরে।
গত মাসে কে-পপ তারকা মুনবিনকেও নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। বয় ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য ছিলেন মুনবিন (২৫)।
উল্লেখ্য, হাইসু ছিলেন দক্ষিণ কোরিয়ার ট্রট ঘরানার গানের শিল্পী। ট্রট মিউজিক কোরিয়ার অন্যতম জনপ্রিয় মিউজিক ঘরানা। কেউ কেউ এটিকে কে-পপ সংগীতের প্রাচীনতম রূপ (জাপানি ঔপনিবেশিক শাসনকালের) বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে কে-পপের একটি উপ-ধারা হিসেবেও দেখেন।
ট্রট মিউজিক প্রায়শই পুরোনো প্রজন্মের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তবে এই ধারাটি ক্রমাগত বিকশিত হয়ে কোরিয়ার সংগীতশিল্পে জায়গা করে নিয়েছে। হাইসু এই ধারার অন্যতম জনপ্রিয় মুখ।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা হাইসুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে নিজ বাসা থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ২৯ বছর বয়সী এ গায়িকার সুইসাইড নোট এটি।
দক্ষিণ কোরিয়ার অনলাইন নিউজ পোর্টাল নাভের এই খবর প্রকাশ করেছে।
হাইসুর মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে তাঁর গানের দল, গতকাল ১৫ মে। ব্যান্ডের বিবৃতিতে বলা হয়, হাইসু গত ১২ মে মারা গেছেন। খুবই ছোট করে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গায়িকাকে নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে ব্যান্ড দলটি।
পুলিশ বলছে, ১২ মে একটি বাসভবনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া গেছে যে মৃত ব্যক্তি গায়িকা হাইসু, যার প্রকৃত নাম কিম আরা।
দক্ষিণ কোরিয়ার নিউজ চ্যানেল ওয়াইটিএনের তথ্য অনুসারে, হাইসু তাঁর গানের ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালের নভেম্বরে।
গত মাসে কে-পপ তারকা মুনবিনকেও নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। বয় ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য ছিলেন মুনবিন (২৫)।
উল্লেখ্য, হাইসু ছিলেন দক্ষিণ কোরিয়ার ট্রট ঘরানার গানের শিল্পী। ট্রট মিউজিক কোরিয়ার অন্যতম জনপ্রিয় মিউজিক ঘরানা। কেউ কেউ এটিকে কে-পপ সংগীতের প্রাচীনতম রূপ (জাপানি ঔপনিবেশিক শাসনকালের) বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে কে-পপের একটি উপ-ধারা হিসেবেও দেখেন।
ট্রট মিউজিক প্রায়শই পুরোনো প্রজন্মের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তবে এই ধারাটি ক্রমাগত বিকশিত হয়ে কোরিয়ার সংগীতশিল্পে জায়গা করে নিয়েছে। হাইসু এই ধারার অন্যতম জনপ্রিয় মুখ।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১৮ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১৮ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৮ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৮ ঘণ্টা আগে