স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স আগামী ৪ বছরে দক্ষিণ কোরিয়ায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক–ইউলের সঙ্গে সাক্ষাতের পর নেটফ্লিক্সের সহকারী মহাব্যবস্থাপক টেড সারানডোস এ ঘোষণা দেন।
প্রেসিডেন্ট ইউন এক রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি আগামীকাল বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন।
এদিকে দক্ষিণ কোরিয়ায় স্কুইড গেমস নির্মাণের পর নেটফ্লিক্স বেশ লাভের মুখ দেখেছে। সারানডোস বলেন, ‘এশিয়ার চতুর্থ অর্থনীতির দেশ কোরিয়ায় এসব টাকা সিনেমা ও টেলিভিশন শো নির্মাণে খরচ করা হবে। কোরিয়ান ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ওপর আমাদের আস্থা থাকায় আমরা এই সিদ্ধান্ত নিতে পেরেছি। আমরা জানি, এই ইন্ডাস্ট্রি সেরা সব গল্পকে তুলে আনবে পর্দায়।’
সারানডোস আরও বলেছেন, কোরিয়ার বিনোদন ইন্ডাস্ট্রির প্রতি প্রেসিডেন্ট ইউনের ভালোবাসা ও সমর্থন আমাদের এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। চলচ্চিত্র জগতে কোরিয়ান ওয়েভকে সামনে এগিয়ে নেওয়াও আমাদের লক্ষ্য।
নেটফ্লিক্সের এক মুখপাত্র যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।
এদিকে নেটফ্লিক্সের এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হলো ২০২১ সালে দক্ষিণ কোরিয়ায় নির্মিত স্কুইড গেম। এটি মাত্র ২৮ দিনে ১১১ মিলিয়ন দর্শক পেয়েছিল। এই সিরিজে ঋণগ্রস্ত কিছু মানুষকে দেখানো হয়েছিল, যারা বিশাল অঙ্কের টাকা জেতার লোভে একটি ভয়ংকর খেলায় অংশ নেয়।
এদিকে এ বছরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার রিয়্যালিটি শো ‘ফিজিক্যাল ১০০’ সারা বিশ্বে বিদেশি ভাষার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি দেখা হয়েছে। নেটফ্লিক্সের ব্যবসা পৃথিবীর ১৯০টি দেশজুড়ে। তবে ইদানীং আমাজন, এইচবিও এবং ডিজনি তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। ফলে তারা সম্প্রতি বিশ্বের ১০টি দেশে এর দাম কমিয়েছে আরও বেশি সাবস্ক্রাইবার জোটানোর লক্ষ্যে।
স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স আগামী ৪ বছরে দক্ষিণ কোরিয়ায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক–ইউলের সঙ্গে সাক্ষাতের পর নেটফ্লিক্সের সহকারী মহাব্যবস্থাপক টেড সারানডোস এ ঘোষণা দেন।
প্রেসিডেন্ট ইউন এক রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি আগামীকাল বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন।
এদিকে দক্ষিণ কোরিয়ায় স্কুইড গেমস নির্মাণের পর নেটফ্লিক্স বেশ লাভের মুখ দেখেছে। সারানডোস বলেন, ‘এশিয়ার চতুর্থ অর্থনীতির দেশ কোরিয়ায় এসব টাকা সিনেমা ও টেলিভিশন শো নির্মাণে খরচ করা হবে। কোরিয়ান ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ওপর আমাদের আস্থা থাকায় আমরা এই সিদ্ধান্ত নিতে পেরেছি। আমরা জানি, এই ইন্ডাস্ট্রি সেরা সব গল্পকে তুলে আনবে পর্দায়।’
সারানডোস আরও বলেছেন, কোরিয়ার বিনোদন ইন্ডাস্ট্রির প্রতি প্রেসিডেন্ট ইউনের ভালোবাসা ও সমর্থন আমাদের এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। চলচ্চিত্র জগতে কোরিয়ান ওয়েভকে সামনে এগিয়ে নেওয়াও আমাদের লক্ষ্য।
নেটফ্লিক্সের এক মুখপাত্র যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।
এদিকে নেটফ্লিক্সের এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হলো ২০২১ সালে দক্ষিণ কোরিয়ায় নির্মিত স্কুইড গেম। এটি মাত্র ২৮ দিনে ১১১ মিলিয়ন দর্শক পেয়েছিল। এই সিরিজে ঋণগ্রস্ত কিছু মানুষকে দেখানো হয়েছিল, যারা বিশাল অঙ্কের টাকা জেতার লোভে একটি ভয়ংকর খেলায় অংশ নেয়।
এদিকে এ বছরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার রিয়্যালিটি শো ‘ফিজিক্যাল ১০০’ সারা বিশ্বে বিদেশি ভাষার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি দেখা হয়েছে। নেটফ্লিক্সের ব্যবসা পৃথিবীর ১৯০টি দেশজুড়ে। তবে ইদানীং আমাজন, এইচবিও এবং ডিজনি তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। ফলে তারা সম্প্রতি বিশ্বের ১০টি দেশে এর দাম কমিয়েছে আরও বেশি সাবস্ক্রাইবার জোটানোর লক্ষ্যে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে