একঝাঁক বিনোদন তারকাকে চাঁদে নেবেন জাপানি ধনকুবের
চাঁদে এবার বেড়াতে যাবেন বিনোদন জগতের তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন—ডিজে, কে-পপ র্যাপার, চলচ্চিত্র নির্মাতা, একজন স্পেস ইউটিউবারসহ বেশ কয়েকজন পরিচিত মুখ। জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া তাঁর ব্যক্তিগত মহাকাশ যাত্রার সঙ্গী হিসেবে তাঁদের বাছাই করেছেন। মহাকাশ ভ্রমণের এই প্রকল্পটিকে তিনি নাম দিয়েছেন ‘ডিয়