গত বছরের জুলাইয়ে হুট করেই বিচ্ছেদের ঘোষণা দেন সোফিয়া ভারগারা ও জো ম্যাঙ্গানিয়েলো। হলিউডের এ তারকা দম্পতির বিচ্ছেদের কারণ নিয়ে চলছিল নানা গুঞ্জন। তবে এত দিন এ নিয়ে মুখ খোলেননি সোফিয়া বা জো—কেউই।
ইদানীং বিচ্ছেদের কারণ নিয়ে খোলামেলা আলোচনা শুরু করেছেন ৫১ বছর বয়সী সোফিয়া।
স্পেনের সংবাদমাধ্যম এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে সোফিয়া বলেন, পরিবারে নতুন সদস্য আনা নিয়ে তাঁর আর জোর মধ্যে মতের অমিল হয়। এই অমিলই শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।
সোফিয়া বলেন, ‘আমার স্বামী আমার চেয়ে বয়সে ছোট হওয়ায় আমাদের বিয়ে ভেঙে গেছে। সে সন্তান চাইত, কিন্তু আমি বুড়ো বয়সে মা হতে চাইনি। আমার মনে হয়, সন্তানের সঙ্গে এমনটা করা ঠিক হবে না। কেউ বেশি বয়সে মা হলে আমি তাঁদের সম্মান করি, তবে আমার পক্ষে আর এটা সম্ভব হবে না।’
সোফিয়া ও তাঁর সাবেক স্বামী জো গোঞ্জালেজের একটি ছেলে আছে, মানোলো। এ বিষয়ে সোফিয়া বলেন, ‘১৯ বছর বয়সে আমার একটা ছেলে হয়েছিল। তার বয়স এখন ৩২। আমি এখন দাদি হতে প্রস্তুত, মা নই। জীবনে ভালোবাসা আসতে হলে, তাঁকে নিজের সন্তানসহ আসতে হবে।’
মার্কিন টিভি সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’ তারকা সোফিয়া বলেন, ‘আমি প্রায় মেনোপজে (রজঃনিবৃত্তি) পৌঁছে গেছি। এটা খুবই স্বাভাবিক বিষয়। যখন আমার ছেলে বাবা হবে, সে তখন তার সন্তান নিয়ে আমার কাছে আসবে। আমি তাকে ফেরত দেব, আর নিজের জীবনের দিকে মনোযোগ দেব! (এটা হয় না)’
গত জুলাইয়ে সোফিয়া ও ৪৭ বছর বয়সী জো যৌথ এক বিবৃতিতে বলেন, সাত বছরের বৈবাহিক জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
গত ২ জুলাই আইনগতভাবে বিচ্ছেদের আবেদন করেন জো।
বিচ্ছেদের পর নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন দুজনই। এরই মধ্যে অভিনেত্রী কেইটলিন ও’কনোরের সঙ্গে প্রেমে জড়িয়েছেন জো। এদিকে গত কয়েক মাসে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে সোফিয়া ও তাঁর কথিত প্রেমিক অর্থোপেডিক সার্জন জাস্টিন সালিমানকে।
এ ছাড়া গত জুনে বাজারে আসা নিজস্ব ব্র্যান্ড টটির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সোফিয়া। ২৫ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন ধারাবাহিক গ্রিজেল্ডা।
গত বছরের জুলাইয়ে হুট করেই বিচ্ছেদের ঘোষণা দেন সোফিয়া ভারগারা ও জো ম্যাঙ্গানিয়েলো। হলিউডের এ তারকা দম্পতির বিচ্ছেদের কারণ নিয়ে চলছিল নানা গুঞ্জন। তবে এত দিন এ নিয়ে মুখ খোলেননি সোফিয়া বা জো—কেউই।
ইদানীং বিচ্ছেদের কারণ নিয়ে খোলামেলা আলোচনা শুরু করেছেন ৫১ বছর বয়সী সোফিয়া।
স্পেনের সংবাদমাধ্যম এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে সোফিয়া বলেন, পরিবারে নতুন সদস্য আনা নিয়ে তাঁর আর জোর মধ্যে মতের অমিল হয়। এই অমিলই শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।
সোফিয়া বলেন, ‘আমার স্বামী আমার চেয়ে বয়সে ছোট হওয়ায় আমাদের বিয়ে ভেঙে গেছে। সে সন্তান চাইত, কিন্তু আমি বুড়ো বয়সে মা হতে চাইনি। আমার মনে হয়, সন্তানের সঙ্গে এমনটা করা ঠিক হবে না। কেউ বেশি বয়সে মা হলে আমি তাঁদের সম্মান করি, তবে আমার পক্ষে আর এটা সম্ভব হবে না।’
সোফিয়া ও তাঁর সাবেক স্বামী জো গোঞ্জালেজের একটি ছেলে আছে, মানোলো। এ বিষয়ে সোফিয়া বলেন, ‘১৯ বছর বয়সে আমার একটা ছেলে হয়েছিল। তার বয়স এখন ৩২। আমি এখন দাদি হতে প্রস্তুত, মা নই। জীবনে ভালোবাসা আসতে হলে, তাঁকে নিজের সন্তানসহ আসতে হবে।’
মার্কিন টিভি সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’ তারকা সোফিয়া বলেন, ‘আমি প্রায় মেনোপজে (রজঃনিবৃত্তি) পৌঁছে গেছি। এটা খুবই স্বাভাবিক বিষয়। যখন আমার ছেলে বাবা হবে, সে তখন তার সন্তান নিয়ে আমার কাছে আসবে। আমি তাকে ফেরত দেব, আর নিজের জীবনের দিকে মনোযোগ দেব! (এটা হয় না)’
গত জুলাইয়ে সোফিয়া ও ৪৭ বছর বয়সী জো যৌথ এক বিবৃতিতে বলেন, সাত বছরের বৈবাহিক জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
গত ২ জুলাই আইনগতভাবে বিচ্ছেদের আবেদন করেন জো।
বিচ্ছেদের পর নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন দুজনই। এরই মধ্যে অভিনেত্রী কেইটলিন ও’কনোরের সঙ্গে প্রেমে জড়িয়েছেন জো। এদিকে গত কয়েক মাসে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে সোফিয়া ও তাঁর কথিত প্রেমিক অর্থোপেডিক সার্জন জাস্টিন সালিমানকে।
এ ছাড়া গত জুনে বাজারে আসা নিজস্ব ব্র্যান্ড টটির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সোফিয়া। ২৫ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন ধারাবাহিক গ্রিজেল্ডা।
দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
২ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১০ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১১ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
১১ ঘণ্টা আগে