মাদক মামলায় ফাঁসছেন একঝাঁক তারকা
মাদক মামলায় ফের উঠেছে তারকাদের নাম। তলব করা হয়েছে বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং, রানা ডগ্গুবতী, রবি তেজার মতো ভারতের দক্ষিণী ছবির একাধিক বড় তারকাকে। চার বছরের পুরোনো এই মাদক মামলায় মোট ১২ জন তেলুগু অভিনেতা-অভিনেত্রী-পরিচালককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।