হলিউডের জনপ্রিয় তারকা কিয়ানু রিভসের সঙ্গে উইনোনা রাইডারের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে একটা গুঞ্জন চলে আসছে। শোনা যায়, ‘ড্রাকুলা’ চলচ্চিত্রে বিয়ের একটি দৃশ্যে হলিউডের আরেক তারকা উইনোনা রাইডারের সঙ্গে সত্যিই বিয়ে হয়েছিল রিভসের।
সম্প্রতি এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, উইনোনা রাইডারও কয়েক বছর আগে গণমাধ্যমে এমন তথ্য দিয়েছিলেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ানু এ প্রসঙ্গে বলেন, ‘বিয়ের জন্য যা করতে হয় তাই হয়েছিল আমাদের। সিনেমার দৃশ্যে সবই ছিল। সব নিয়ম মেনেই একজন সত্যিকারের পুরোহিত আমাদের বিয়ে দিয়েছেন। উইনোনাও মনে করে যে এটি সত্যি ছিল। আমারও মনে হয়, ঈশ্বরের চোখে অন্তত আমরা বিবাহিত।’
১৯৯২ সালে ফোর্ড কপলার প্রযোজিত বাম স্ট্রোকারসের কাহিনিতে নির্মিত হলিউড ফিকশন ‘ড্রাকুলা’–তে জনাথন ও মিনা চরিত্রে ছিলেন যথাক্রমে কিয়ানু রিভস ও উইনোনা রাইডার। সেই ছবিতেই বিয়ের দৃশ্যে ছিলেন এ দুই তারকা।
এর আগে ২০১৮ সালে কিয়ানু রিভস ও তারকা উইনোনা রাইডার তাদের নতুন সিনেমা ‘ডেস্টিনেশন ওয়েডিং’–এর প্রচারের জন্য এন্টারটেইনমেন্ট উইকলিতে সাক্ষাৎকার দিতে এসেছিলেন। সে সাক্ষাৎকারের একপর্যায়ে উইনোনা বলেন, ‘ওহ হো, আমরা তো বিবাহিত।’ এটা বলার পর তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ‘আমরা ড্রাকুলায় আসলেই বিয়ে করেছিলাম। আমি ঈশ্বরের শপথ করে বলছি। আমরা বাস্তব জীবনে বিবাহিত বলে আমি মনে করি। ওই দৃশ্যের জন্য ফোর্ড কপলার রোমানিয়ার একজন পুরোহিতকে নিয়েছিলেন। আমরা শট হিসেবে দিয়েছি, কিন্তু পুরোহিত আমাদের দিয়ে সবই করিয়েছেন। সুতরাং আমি মনে করি তখনই আমাদের বিয়ে হয়ে গেছে।’
এ বিষয়ে সে বছরে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্রাকুলা’র প্রযোজক ফোর্ড কপলারও এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘পুরো বিষয়টা ঘটে যাওয়ার পর আমাদের সবারই মনে হয় যে, কিয়ানু ও উইনোনার সত্যিই বিয়ে হয়ে গেছে।’ এবার কিয়ানু রিভস নিজেও একই কথা শোনালেন।
বর্তমানে ভিজ্যুয়াল আর্টিস্ট আলেকজান্দ্রা গ্র্যান্টের সঙ্গে গাঁটছড়া আছে কিয়ানু রিভসের। আর অন্যদিকে উইনোনা রাইডারও একা নন। ২০১১ সাল থেকেই একই ব্যক্তির সঙ্গে সম্পর্কে স্থির আছেন তিনি।
উল্লেখ্য, কিয়ানু রিভসকে তাঁর ভক্তরা ম্যাট্রিক্স সিরিজের চতুর্থ পর্ব ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’–এ দেখতে পারবেন। সেই সঙ্গে এ সিনেমায় এশিয়ার দর্শকদের জন্য আরেক চমক হিসেবে দেখা যাবে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে।
হলিউডের জনপ্রিয় তারকা কিয়ানু রিভসের সঙ্গে উইনোনা রাইডারের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে একটা গুঞ্জন চলে আসছে। শোনা যায়, ‘ড্রাকুলা’ চলচ্চিত্রে বিয়ের একটি দৃশ্যে হলিউডের আরেক তারকা উইনোনা রাইডারের সঙ্গে সত্যিই বিয়ে হয়েছিল রিভসের।
সম্প্রতি এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, উইনোনা রাইডারও কয়েক বছর আগে গণমাধ্যমে এমন তথ্য দিয়েছিলেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ানু এ প্রসঙ্গে বলেন, ‘বিয়ের জন্য যা করতে হয় তাই হয়েছিল আমাদের। সিনেমার দৃশ্যে সবই ছিল। সব নিয়ম মেনেই একজন সত্যিকারের পুরোহিত আমাদের বিয়ে দিয়েছেন। উইনোনাও মনে করে যে এটি সত্যি ছিল। আমারও মনে হয়, ঈশ্বরের চোখে অন্তত আমরা বিবাহিত।’
১৯৯২ সালে ফোর্ড কপলার প্রযোজিত বাম স্ট্রোকারসের কাহিনিতে নির্মিত হলিউড ফিকশন ‘ড্রাকুলা’–তে জনাথন ও মিনা চরিত্রে ছিলেন যথাক্রমে কিয়ানু রিভস ও উইনোনা রাইডার। সেই ছবিতেই বিয়ের দৃশ্যে ছিলেন এ দুই তারকা।
এর আগে ২০১৮ সালে কিয়ানু রিভস ও তারকা উইনোনা রাইডার তাদের নতুন সিনেমা ‘ডেস্টিনেশন ওয়েডিং’–এর প্রচারের জন্য এন্টারটেইনমেন্ট উইকলিতে সাক্ষাৎকার দিতে এসেছিলেন। সে সাক্ষাৎকারের একপর্যায়ে উইনোনা বলেন, ‘ওহ হো, আমরা তো বিবাহিত।’ এটা বলার পর তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ‘আমরা ড্রাকুলায় আসলেই বিয়ে করেছিলাম। আমি ঈশ্বরের শপথ করে বলছি। আমরা বাস্তব জীবনে বিবাহিত বলে আমি মনে করি। ওই দৃশ্যের জন্য ফোর্ড কপলার রোমানিয়ার একজন পুরোহিতকে নিয়েছিলেন। আমরা শট হিসেবে দিয়েছি, কিন্তু পুরোহিত আমাদের দিয়ে সবই করিয়েছেন। সুতরাং আমি মনে করি তখনই আমাদের বিয়ে হয়ে গেছে।’
এ বিষয়ে সে বছরে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্রাকুলা’র প্রযোজক ফোর্ড কপলারও এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘পুরো বিষয়টা ঘটে যাওয়ার পর আমাদের সবারই মনে হয় যে, কিয়ানু ও উইনোনার সত্যিই বিয়ে হয়ে গেছে।’ এবার কিয়ানু রিভস নিজেও একই কথা শোনালেন।
বর্তমানে ভিজ্যুয়াল আর্টিস্ট আলেকজান্দ্রা গ্র্যান্টের সঙ্গে গাঁটছড়া আছে কিয়ানু রিভসের। আর অন্যদিকে উইনোনা রাইডারও একা নন। ২০১১ সাল থেকেই একই ব্যক্তির সঙ্গে সম্পর্কে স্থির আছেন তিনি।
উল্লেখ্য, কিয়ানু রিভসকে তাঁর ভক্তরা ম্যাট্রিক্স সিরিজের চতুর্থ পর্ব ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’–এ দেখতে পারবেন। সেই সঙ্গে এ সিনেমায় এশিয়ার দর্শকদের জন্য আরেক চমক হিসেবে দেখা যাবে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে।
শেষ হচ্ছে অপেক্ষার পালা। বিশ্বব্যাপী মুক্তির জন্য প্রস্তুত অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। ১৭ অক্টোবর বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে অ্যালবামটি। নতুন অ্যালবামের বিস্তারিত জানাতে গতকাল রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থহীন। নতুন অ্যালবামের
১১ ঘণ্টা আগেআজ ৮ অক্টোবর উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী। তাঁর জন্ম তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত। কিংবদন্তি এই শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ
১১ ঘণ্টা আগে২০ অক্টোবর নাট্যদল থিয়েটার ফ্যাক্টরির প্রতিষ্ঠাবার্ষিকী। ২২ অক্টোবর কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী। তাই ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ‘জীবনানন্দ দাশ স্মরণোৎসব ও থিয়েটার ফ্যাক্টরির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী’ শিরোনামে পাঁচ দিনব্যাপী নানা আয়োজন সাজিয়েছে থিয়েটার ফ্যাক্টরি।
১১ ঘণ্টা আগেগত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
১ দিন আগে