মাদক মামলায় ফের উঠেছে তারকাদের নাম। তলব করা হয়েছে বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং, রানা ডগ্গুবতী, রবি তেজার মতো ভারতের দক্ষিণী ছবির একাধিক বড় তারকাকে। চার বছরের পুরোনো এই মাদক মামলায় মোট ১২ জন তেলুগু অভিনেতা-অভিনেত্রী-পরিচালককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
ভারতীয় গণমাধ্যম বলছে, রাকুল প্রীত সিংকে তলব করা হয়েছে ৬ সেপ্টেম্বর, রানা ডগ্গুবতীকে ৮ সেপ্টেম্বর। পরিচালক পুরী জগন্নাথকে ৩১ আগস্ট হাজিরা দিতে বলা হয়েছে। এ ছাড়া দক্ষিণী ছবির মেগাস্টার রবি তেজাকেও ৯ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছে। খবর রটেছে, তালিকায় রয়েছে দক্ষিণী ছবির এ সময়ের জনপ্রিয় মুখ চার্মি কৌর, মুমাইথ খান, তরুণ, তানিশ, নান্দুরাও।
২০১৭ সালে তেলেঙ্গনাতে ৩০ লাখ মূল্যের মাদক আটক করা হয়। এরপর শুরু হয় তদন্ত। দায়ের করা হয় ১২টি মামলা। চার্জশিটও দাখিল করা হয়েছিল ১১টি মামলার। সে সময় একাধিক তারকার নাম আসে এই মাদককাণ্ডে। তবে আপাতত প্রমাণ না থাকায় সাক্ষী হিসেবেই ডাকা হয়েছে এই রুপালি পর্দার জনপ্রিয় ব্যক্তিত্বদের। এই মামলায় মোট ৬২ জন তারকাকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে। যদিও কোনো তারকার নামে এখনো চার্জশিট গঠন করা হয়নি বলে শোনা গেছে। এই ৬২ জন তেলুগু তারকার আঙুলের ছাপ নেওয়া হয়েছে। তবে এটা পরীক্ষামূলক ব্যাপার, তাই কারও নামই সামনে আসেনি।
মাদক মামলায় ফের উঠেছে তারকাদের নাম। তলব করা হয়েছে বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং, রানা ডগ্গুবতী, রবি তেজার মতো ভারতের দক্ষিণী ছবির একাধিক বড় তারকাকে। চার বছরের পুরোনো এই মাদক মামলায় মোট ১২ জন তেলুগু অভিনেতা-অভিনেত্রী-পরিচালককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
ভারতীয় গণমাধ্যম বলছে, রাকুল প্রীত সিংকে তলব করা হয়েছে ৬ সেপ্টেম্বর, রানা ডগ্গুবতীকে ৮ সেপ্টেম্বর। পরিচালক পুরী জগন্নাথকে ৩১ আগস্ট হাজিরা দিতে বলা হয়েছে। এ ছাড়া দক্ষিণী ছবির মেগাস্টার রবি তেজাকেও ৯ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছে। খবর রটেছে, তালিকায় রয়েছে দক্ষিণী ছবির এ সময়ের জনপ্রিয় মুখ চার্মি কৌর, মুমাইথ খান, তরুণ, তানিশ, নান্দুরাও।
২০১৭ সালে তেলেঙ্গনাতে ৩০ লাখ মূল্যের মাদক আটক করা হয়। এরপর শুরু হয় তদন্ত। দায়ের করা হয় ১২টি মামলা। চার্জশিটও দাখিল করা হয়েছিল ১১টি মামলার। সে সময় একাধিক তারকার নাম আসে এই মাদককাণ্ডে। তবে আপাতত প্রমাণ না থাকায় সাক্ষী হিসেবেই ডাকা হয়েছে এই রুপালি পর্দার জনপ্রিয় ব্যক্তিত্বদের। এই মামলায় মোট ৬২ জন তারকাকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে। যদিও কোনো তারকার নামে এখনো চার্জশিট গঠন করা হয়নি বলে শোনা গেছে। এই ৬২ জন তেলুগু তারকার আঙুলের ছাপ নেওয়া হয়েছে। তবে এটা পরীক্ষামূলক ব্যাপার, তাই কারও নামই সামনে আসেনি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে