এই ক্রিকেটারদের নিয়ে কী ভাবছে বিসিবি
করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তেই গত বছর মার্চে বন্ধ হয়ে গিয়েছিল দেশের সব ধরনের ক্রিকেট। মহামারির ধাক্কা সামলে গত নয় মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একে একে সব ধরনের ক্রিকেট, এমনকি ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) ফেরালেও আড়ালে পড়ে গেছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট।