Ajker Patrika

আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি হচ্ছেন আকবর–হৃদয়রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি হচ্ছেন আকবর–হৃদয়রা

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ের পর করোনার ধাক্কায় মাঠের ক্রিকেটে খুব একটা নামা হয়নি আকবর আলী-তৌহিদ হৃদয়দের। নিজেদের আরও পরিণত করে আন্তর্জাতিক অঙ্গনে আগমনের প্রস্তুতিতে তাই অনেকটাই ভাটা পড়েছিল। বাংলাদেশ হাই–পারফরম্যান্স (এইচপি) দলের প্রস্তুতি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি শুরু করতে চাইছেন তরুণ ক্রিকেটাররা।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে চট্টগ্রামে ক্যাম্পের জন্য আজ ঢাকা ছেড়েছে ২২ সদস্যের এইচপি দল। অনূর্ধ্ব–১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন এখানে। করোনায় প্রস্তুতিটা ঠিকভাবে নিতে পারেননি তাঁরা।

বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন (ডিপিএল) ক্রিকেট লিগে কয়েকজন ক্রিকেটার খেললেও প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারেননি। এই ক্যাম্প দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রস্তুতির শুরুটা করতে চাইছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। চট্টগ্রামের যাওয়ার আগে আকবর জানান, ‘সবারই তো ইচ্ছা থাকে জাতীয় দলে খেলার। জাতীয় দলে খেলতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো এই ক্যাম্পে মাধ্যমে কাটিয়ে ওঠার চেষ্টা থাকবে। চেষ্টা করব এই ক্যাম্প থেকে যেন কিছু শিখতে পারি।’

বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ১০ ম্যাচে ১৫০ স্ট্রাইকরেটে ১৭১ রান করেছিলেন আকবর। ডিপিএল অবশ্য নিজেকে হারিয়ে খুঁজেছেন। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এইচপি দলের আরেক সদস্য হৃদয়। তাঁর পারফরম্যান্স অবশ্য বেশ উজ্জ্বল ছিল বলা যায়। বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ৯ ম্যাচে ১৯৪ রান করেছিলেন। ডিপিএলে ১১ ম্যাচ খেলে করেন ২২৮ রান।

শুধু প্রস্তুত হওয়া নয়, আন্তর্জাতিক ক্রিকেটে যেন লম্বা সময় ধরে খেলতে পারেন সেরকম মানসিকতা তৈরি করতে চান হৃদয়। চট্টগ্রামে যাওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে হৃদয় বলেছেন, ‘এইচপি ক্যাম্প থেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য টেকনিক্যাল দিকগুলোতে কীভাবে আরও ভালো করা যায় সেটাই মূল লক্ষ্য থাকবে। যাতে করে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা ভালো করতে পারি ও অনেক দিন খেলতে পারি।   

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২, ৪, ৬ সেপ্টেম্বর হবে ওয়ানডে ম্যাচগুলো। এরপর ৯ সেপ্টেম্বর শুরু হবে চার দিনের প্রথম ম্যাচটি। ১৫ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। এইচপি ক্যাম্প শেষ হবে ৮ অক্টোবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত