Ajker Patrika

ঝোড়ো সেঞ্চুরিতে শামীমের বার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝোড়ো সেঞ্চুরিতে শামীমের বার্তা

বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে ডিপিএলে সেঞ্চুরি করেছেন শামীম পাটোয়ারী। ৬৬ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৩ চার আর ৪ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি। এর মাধ্যমে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া এই বাঁহাতি ব্যাটার। 

অনূর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি জাতীয় দলে এসেছিলেন শামীম। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাঠে শুরুটা খারাপ ছিল না তাঁর। তবে শুরুর ফর্মটা ধরে রাখতে না পারাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন তিনি। 

এবারের ডিপিএলকে তাই পাখির চোখ করছিলেন শামীম। টুর্নামেন্ট শুরু আগে মিরপুরে অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে তাঁকে। প্রথম ম্যাচে অবশ্য ১৫ রানের বেশি করতে পারেননি। তবে ঘুরে দাঁড়ালেন দ্বিতীয় ম্যাচেই। প্রথম ৪১ বলে ফিফটি ছোঁয়া শামীম, সেঞ্চুরির পথে পরের ফিফটিতে সিটি ক্লাবের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন। ২২ বলে দ্বিতীয় ফিফটি করে সেঞ্চুরি পূর্ণ করেন ৬৩ বলে। 

শেষ পর্যন্ত ৬৬ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন শামীম। তাঁর সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩০৯ রানের বড় সংগ্রহ পায় আবাহনী। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১২২ রান তুলছে সিটি ক্লাব। 

পাশের মাঠেই সেঞ্চুরি করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের অভিজ্ঞ ব্যাটার রাকিবুল হাসান। প্রাইম ব্যাংকের বিপক্ষে রাকিবুল ১২৫ বল খেলে ১২১ রান করেছেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তাঁর সপ্তম সেঞ্চুরি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত