Ajker Patrika

ইমরুলের সেঞ্চুরিতে শেখ জামালের সংগ্রহ ৩০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৪: ৫৪
ইমরুলের সেঞ্চুরিতে শেখ জামালের সংগ্রহ ৩০০ ছুঁইছুঁই

এক দিন বিরতির পর মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ।  বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২৯৮  রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 

ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ইমরুল কায়েস। জাতীয় দলে দীর্ঘদিন  সুযোগ না পাওয়া ইমরুল আউট হওয়ার আগে ১৩৯ বলে করেছেন ১২২ রান। ইমরুল ছাড়াও ব্যাটে আলো ছড়িয়েছেন সাইফ হাসান। জাতীয় দলে লাল বলের ক্রিকেটে ছন্দহীন সাইফ করেছেন ৭৯ বলে ৭৮ রান। তাছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে এসেছে ৬৪ রান। ইমরুল-সাইফ-নুরুলদের ব্যাটে চড়ে ৩০০ ছুঁইছুঁই শেখ জামাল। 

অথচ ধানমন্ডির ক্লাবটি  শুরুতেই ধাক্কা খেয়েছিল। ইনিংসের প্রথম ওভারে মাশরাফি বিন মুর্তজার বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন সৈকত আলী (৬)। দ্বিতীয় উইকেটে ইমরুলকে সঙ্গে নিয়ে  ১৬৫ রানের জুটি গড়েন সাইফ। দলীয় ১৭১ রানে সাইফ মেহেদী হাসান রানাকে ফিরতি ক্যাচ দিলেও  ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন ইমরুল। 

১২২ করা ইমরুল বোল্ড হয়েছেন রূপগঞ্জের ভারতীয় পেসার চিরাগ জনির বলে। মেহেদী হাসান ফিরিয়েছেন পারভেজ রসুলকেও (১১)। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৯৭ রানের সংগ্রহ পায় শেখ জামাল। ইনিংসের শেষ বলে নুরুল আউট হওয়ার আগে করেন ৬৩ বলে ৬৪ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত