নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগের তিন ম্যাচে সেঞ্চুরির কাছে গিয়েও তিন অঙ্ক স্পর্শ করা হয়নি নাঈম ইসলামের। চতুর্থবারের চেষ্টায় কাঙ্ক্ষিত সেঞ্চুরি ধরা দিয়েছে। আজ আবাহনীর বিপক্ষে সেঞ্চুরি করে তবেই থেমেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই অভিজ্ঞ ব্যাটার।
বিকেএসপির ৩ নম্বর মাঠে নাঈমের সেঞ্চুরির দিনে আবাহনীর বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তাঁর দল লিজেন্ডস অব রূপগঞ্জ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলেছেন তাঁরা। ২৬ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন নাঈম। সাইফউদ্দিনের বলে তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে যখন ফিরছেন, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে তিন অঙ্কের সংখ্যাটা।
আবাহনীর বোলারদের ওপর চড়াও হয়ে ১০৯ বলে নাঈম খেলেন ১২৪ রানের ইনিংস। ১৪ চারের সঙ্গে ৪ ছক্কা বলছে, আবাহনীর বোলারদের ওপর কতটা ঝড় বইয়ে দেন তিনি। আরাফাত সানির করা ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে লং অফে ঠেলে দিয়ে নাঈম পৌঁছান তিন অঙ্কে। আগের তিন ম্যাচে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ মেটে ৯৯ বলে।
তবে নাঈমের শুরুটা হয় ধীরলয়ে। ৪ চার আর ১ ছয়ে প্রথম ফিফটি পেতে খেলেন ৭১ বলে। ৬ চার ও ২ ছয়ে পরের ৫০ ছুঁয়েছেন ২৮ বলে। ডিপিএল শুরুর দিনই গাজী গ্রুপের বিপক্ষে নাঈম আউট হন ৯২ রানে। ৮ রানের জন্য প্রথম ম্যাচে সেঞ্চুরি না পাওয়া নাঈম পরের ম্যাচে শেখ জামালের বিপক্ষে ফেরেন ৫ রানের আক্ষেপ নিয়ে। ৯৫ রানে থামে তাঁর ইনিংস।
তৃতীয় ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে এবার আউট হন ৯১ রানে। তবে চতুর্থ ম্যাচে শেষ পর্যন্ত ‘নড়বড়ে নব্বইয়ের’ শেকল ভেঙেছেন নাঈম।
আগের তিন ম্যাচে সেঞ্চুরির কাছে গিয়েও তিন অঙ্ক স্পর্শ করা হয়নি নাঈম ইসলামের। চতুর্থবারের চেষ্টায় কাঙ্ক্ষিত সেঞ্চুরি ধরা দিয়েছে। আজ আবাহনীর বিপক্ষে সেঞ্চুরি করে তবেই থেমেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই অভিজ্ঞ ব্যাটার।
বিকেএসপির ৩ নম্বর মাঠে নাঈমের সেঞ্চুরির দিনে আবাহনীর বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তাঁর দল লিজেন্ডস অব রূপগঞ্জ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলেছেন তাঁরা। ২৬ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন নাঈম। সাইফউদ্দিনের বলে তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে যখন ফিরছেন, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে তিন অঙ্কের সংখ্যাটা।
আবাহনীর বোলারদের ওপর চড়াও হয়ে ১০৯ বলে নাঈম খেলেন ১২৪ রানের ইনিংস। ১৪ চারের সঙ্গে ৪ ছক্কা বলছে, আবাহনীর বোলারদের ওপর কতটা ঝড় বইয়ে দেন তিনি। আরাফাত সানির করা ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে লং অফে ঠেলে দিয়ে নাঈম পৌঁছান তিন অঙ্কে। আগের তিন ম্যাচে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ মেটে ৯৯ বলে।
তবে নাঈমের শুরুটা হয় ধীরলয়ে। ৪ চার আর ১ ছয়ে প্রথম ফিফটি পেতে খেলেন ৭১ বলে। ৬ চার ও ২ ছয়ে পরের ৫০ ছুঁয়েছেন ২৮ বলে। ডিপিএল শুরুর দিনই গাজী গ্রুপের বিপক্ষে নাঈম আউট হন ৯২ রানে। ৮ রানের জন্য প্রথম ম্যাচে সেঞ্চুরি না পাওয়া নাঈম পরের ম্যাচে শেখ জামালের বিপক্ষে ফেরেন ৫ রানের আক্ষেপ নিয়ে। ৯৫ রানে থামে তাঁর ইনিংস।
তৃতীয় ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে এবার আউট হন ৯১ রানে। তবে চতুর্থ ম্যাচে শেষ পর্যন্ত ‘নড়বড়ে নব্বইয়ের’ শেকল ভেঙেছেন নাঈম।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে