Ajker Patrika

তিন ‘নড়বড়ে নব্বইয়ের’ পর নাঈমের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৪: ৩৫
তিন ‘নড়বড়ে নব্বইয়ের’ পর নাঈমের সেঞ্চুরি

আগের তিন ম্যাচে সেঞ্চুরির কাছে গিয়েও তিন অঙ্ক স্পর্শ করা হয়নি নাঈম ইসলামের। চতুর্থবারের চেষ্টায় কাঙ্ক্ষিত সেঞ্চুরি ধরা দিয়েছে। আজ আবাহনীর বিপক্ষে সেঞ্চুরি করে তবেই থেমেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই অভিজ্ঞ ব্যাটার।

বিকেএসপির ৩ নম্বর মাঠে নাঈমের সেঞ্চুরির দিনে আবাহনীর বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তাঁর দল লিজেন্ডস অব রূপগঞ্জ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলেছেন তাঁরা। ২৬ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন নাঈম। সাইফউদ্দিনের বলে তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে যখন ফিরছেন, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে তিন অঙ্কের সংখ্যাটা।

আবাহনীর বোলারদের ওপর চড়াও হয়ে ১০৯ বলে নাঈম খেলেন ১২৪ রানের ইনিংস। ১৪ চারের সঙ্গে ৪ ছক্কা বলছে, আবাহনীর বোলারদের ওপর কতটা ঝড় বইয়ে দেন তিনি। আরাফাত সানির করা ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে লং অফে ঠেলে দিয়ে নাঈম পৌঁছান তিন অঙ্কে। আগের তিন ম্যাচে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ মেটে ৯৯ বলে। 

তবে নাঈমের শুরুটা হয় ধীরলয়ে। ৪ চার আর ১ ছয়ে প্রথম ফিফটি পেতে খেলেন ৭১ বলে। ৬ চার ও ২ ছয়ে পরের ৫০ ছুঁয়েছেন ২৮ বলে। ডিপিএল শুরুর দিনই গাজী গ্রুপের বিপক্ষে নাঈম আউট হন ৯২ রানে। ৮ রানের জন্য প্রথম ম্যাচে সেঞ্চুরি না পাওয়া নাঈম পরের ম্যাচে শেখ জামালের বিপক্ষে ফেরেন ৫ রানের আক্ষেপ নিয়ে। ৯৫ রানে থামে তাঁর ইনিংস। 

তৃতীয় ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে এবার আউট হন ৯১ রানে। তবে চতুর্থ ম্যাচে শেষ পর্যন্ত ‘নড়বড়ে নব্বইয়ের’ শেকল ভেঙেছেন নাঈম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত