Ajker Patrika

বই পায়নি পঞ্চম শ্রেণির কেউ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
বই পায়নি পঞ্চম শ্রেণির কেউ

বই উৎসবের দিন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোয় প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা আংশিক বই পেয়েছে। তবে পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থীই বই পায়নি। কবে নাগাদ সব শিক্ষার্থী বই পাবে তা জানাতে পারেনি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।

গত রোববার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণিতে আংশিক বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। গতকাল সোমবার থেকে পাঠদান শুরু হলেও বই না থাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পাঠদানে বসতে পারেনি।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি কিন্ডারগার্টেন ও ৩০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২৬ হাজার ৯০০ সেট বইয়ের চাহিদা দেওয়া হয়। পঞ্চম শ্রেণির কোনো বই পাওয়া যায়নি। চতুর্থ শ্রেণির ছয় বিষয়ের মধ্য গণিত ও বিজ্ঞান এবং তৃতীয় শ্রেণির ছয় বিষয়ের মধ্যে বাংলা, ইংরেজি ও গণিতের কোনো বই পাওয়া যায়নি। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাহিদা অনুযায়ী অর্ধেক পাওয়া গেছে।

বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলসাবা বলে, ‘নতুন বই পাব বলে বিদ্যালয়ে এসে খালি হাতে ফিরতে হয়েছে। স্যারেরা পুরোনো বই সংগ্রহ করে দিয়েছেন।’

বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ বলেন, ‘চাহিদা অনুযায়ী আংশিক বই পেয়েছি। শিক্ষার্থীদের মধ্যে কাকে বই দেব, কাকে বাদ দেব এটা নিয়েই বিপাকে পড়েছি। অন্যদিক প্রাক্‌-প্রাথমিক ও পঞ্চম শ্রেণির কোনো বই পাওয়া যায়নি। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পুরোনো বই সংগ্রহ করে ক্লাসে বসানোর চেষ্টা করা হচ্ছে।’

বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র সিনহা জানান, বইয়ের চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় বছরের শুরুতে তাঁরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেননি। তাঁরা দ্রুত বাকি বইগুলো পাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত