ভোটার আনাই রমেশের চ্যালেঞ্জ
প্রতীক বরাদ্দের পাঁচ দিন পেরিয়ে গেলেও ঠাকুরগাঁও জেলা শহরে এখনো নির্বাচনী আমেজ তৈরি হয়নি। এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন। তাঁর পক্ষে মাইকিং হচ্ছে। তবে কোনো পোস্টার চোখে পড়েনি। চায়ের দোকানে ভোটের গপ্প খুব একটা জমছে না। সবারই একটা কথা, ‘এখানে ভোট কম-বেশি যা পড়ুক, এমপি হবেন রমেশ