ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে আব্দুল্লাহ পুষ্প (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের কচুবাড়ী কৃষ্টপুর এলাকার একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর বাবা মাসুদ রানা ও মাসুদের সাবেক স্ত্রী (শিশুটির মা) মোছা. রুনা বেগম পরস্পরকে দায়ী করছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, গত রোববার সকালে বাসা থেকে নিখোঁজ হয় শিশু আব্দুল্লাহ পুষ্প। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটির বাবা মাসুদ রানা ঠাকুরগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আজ মঙ্গলবার সকালে বাড়ির অদূরে পুকুরে ভেসে ওঠে পুষ্পর লাশ। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সালান্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন, শিশুটির বাবা মাসুদ রানা ও মা রুনা বেগমের মধ্যে কিছুদিন আগে বিচ্ছেদ হয়। গত শনিবার শিশুটির বাবা তার নানাবাড়ি থেকে তাকে নিজ বাড়ি নিয়ে আসেন। এর পরদিন রোববার সকালে শিশুটি নিখোঁজ হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে এলাকাবাসীও।
শিশুর বাবা মাসুদ রানা বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করি। আমার শিশু বাচ্চাকে কে বা কারা হত্যা করল, তা বুঝতে পারছি না। আমার ওইটুকু শিশুকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।’
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির আজকের পত্রিকাকে বলেন, শিশুটির বাবা-মা এর জন্য পরস্পরকে দায়ী করছেন। শিশুটির মৃত্যু রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে আব্দুল্লাহ পুষ্প (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের কচুবাড়ী কৃষ্টপুর এলাকার একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর বাবা মাসুদ রানা ও মাসুদের সাবেক স্ত্রী (শিশুটির মা) মোছা. রুনা বেগম পরস্পরকে দায়ী করছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, গত রোববার সকালে বাসা থেকে নিখোঁজ হয় শিশু আব্দুল্লাহ পুষ্প। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটির বাবা মাসুদ রানা ঠাকুরগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আজ মঙ্গলবার সকালে বাড়ির অদূরে পুকুরে ভেসে ওঠে পুষ্পর লাশ। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সালান্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন, শিশুটির বাবা মাসুদ রানা ও মা রুনা বেগমের মধ্যে কিছুদিন আগে বিচ্ছেদ হয়। গত শনিবার শিশুটির বাবা তার নানাবাড়ি থেকে তাকে নিজ বাড়ি নিয়ে আসেন। এর পরদিন রোববার সকালে শিশুটি নিখোঁজ হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে এলাকাবাসীও।
শিশুর বাবা মাসুদ রানা বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করি। আমার শিশু বাচ্চাকে কে বা কারা হত্যা করল, তা বুঝতে পারছি না। আমার ওইটুকু শিশুকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।’
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির আজকের পত্রিকাকে বলেন, শিশুটির বাবা-মা এর জন্য পরস্পরকে দায়ী করছেন। শিশুটির মৃত্যু রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দলে দলে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের কোনো না কোনো পথ দিয়ে প্রতিদিনই ৩০-৪০ জন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটছে। ঢুকে পড়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরের বিভিন্ন শেল্টার ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে রয়েছে
১০ মিনিট আগেবরগুনার তালতলীতে বনের গাছ কেটে জমি দখল করে মাছের ঘের করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রকাশ্যে এসব করা হলেও চুপ রয়েছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাছ কেটে মাছের ঘের করা হচ্ছে।
১৬ মিনিট আগেঐতিহ্যবাহী বেইলি রোড ছেড়ে সাম্প্রতিক সময়ে ঢাকার নাট্যচর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা। এর তিনটি হলে নিয়মিত নাট্যচর্চা হয়ে আসছিল বেশ কয়েক বছর ধরে। একে উপলক্ষ করে নাট্যকর্মীদের আড্ডায় প্রাণবন্ত হয়ে উঠত শিল্পকলা চত্বর। কিন্তু ৫ আগস্টের অভ্যুত্থানে রাজনৈতিক
২০ মিনিট আগেরাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকার একটি বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময় তাঁদের হত্যা করা হয়েছে।
২ ঘণ্টা আগে