পাকিস্তানকে বিদায় করে স্বপ্নের ফাইনালে অস্ট্রেলিয়া
শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার দরকার ২২ রান। ১৯তম ওভারে পাকিস্তানের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদির হাতে তুলে দেন বাবর আজম। প্রথম দুই বলে এক ওয়াইডসহ দুই রান দেন শাহিন শাহ। তৃতীয় বলে আসে সেই মুহুর্ত, ডিপ-মিডইকেটে ওয়েডের ক্যাচ ফেলে দেন হাসান আলী। পরের তিন বলে টানা তিন বলে ছক্কা মেরে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক স