Ajker Patrika

ওয়ার্নারের ‘চেতনাবিরোধী’ কাণ্ডে পন্টিংরা চুপ কেন, প্রশ্ন গম্ভীরের

ওয়ার্নারের ‘চেতনাবিরোধী’ কাণ্ডে পন্টিংরা চুপ কেন, প্রশ্ন গম্ভীরের

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে গতকাল মোহাম্মদ হাফিজের হাত ফসকে বেরিয়ে যাওয়া বলে ছক্কা হাঁকিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এ ঘটনায় চটেছেন গৌতম গম্ভীর। ভারতের সাবেক ওপেনারের দাবি, ছক্কা মেরে ক্রিকেটের ‘চেতনাবিরোধী’ কাজ করেছেন ওয়ার্নার। আর এ নিয় সব সময় বড় বড় কথা বলা শেন ওয়ার্ন-রিকি পন্টিংরা মুখে কুলুপ এঁটে রাখায় প্রশ্ন তুলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার ইনিংসের অষ্টম ওভারে বাবর আজম আক্রমণে আনেন হাফিজকে। প্রথম বল করতে গিয়ে বল হাফিজের হাত থেকে ফসকে যায়। দুবার ড্রপ করা বলে উইকেট থেকে বেরিয়ে এসে ছক্কা হাঁকান ওয়ার্নার। গম্ভীরের মতে, ওয়ার্নারের এই কাজ ক্রিকেটের চেতনাবিরোধী।

গতকাল ম্যাচের পর স্টার স্পোর্টসের আলোচনায় ওয়ার্নারের এই কাণ্ড নিয়ে কথা বলেছেন গম্ভীর। তিনি বলেন, ‘ওয়ার্ন-পন্টিংরা সবকিছু নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বড় বড় কথা বলেন। এখন তাঁরা চুপ কেন? অশ্বিন মানকাড আউট করলে অনেক কথা বলেন তাঁরা। ওয়ার্নারকে নিয়ে কী বলবেন শেন ওয়ার্ন? অন্যের ভুল বের করা সহজ। নিজেদের নিয়ে কথা বলা কঠিন।’

রবিচন্দ্রন অশ্বিন আইপিএলে জস বাটলারকে মানকাড আউট করার পর সে বিষয়ে অনেক কথা বলেছিলেন পন্টিং। এবার ওয়ার্নারের আচরণকে যখন ক্রিকেটের চেতনাবিরোধী মনে করা হচ্ছে, তখন ওয়ার্নার-পন্টিংরা চুপ থাকায় তাদের দিকে অভিযোগের তির ছুড়েছেন গম্ভীর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত