টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ‘রান মেশিন’ বলতে যাঁর নাম সবার আগে আসে, তিনি মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটার আছেন অবিশ্বাস্য ছন্দে। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান তাঁর। বিশ্বকাপে যথারীতি ছড়িয়ে যাচ্ছেন রান-ফোয়ারা।
দুবাইয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেও হেসেছে রিজওয়ানের ব্যাট। তিনটি চার ও চারটি ছক্কায় ৫২ বলে উপহার দিয়েছেন ৬৭ রান। ইনিংসটি খেলার পথে মিচেল স্টার্কের বাউন্সারে অবশ্য কপালের নিচে আঘাত পান রিজওয়ান। তবু দমে যাননি। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক বছরে হাজার রান পূরণ করেই ছাড়েন এই ওপেনার।
অথচ জ্বরের কারণে আজ রিজওয়ানের খেলা নিয়েই ছিল সংশয়। যদিও করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাঁর খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
তবে আজ পাকিস্তানের ইনিংস শেষে ব্যাটিং কোচ ম্যাথু হেইডেন দিলেন নতুন তথ্য। বললেন, ‘রিজওয়ান সত্যিকারের যোদ্ধা। সে গত রাতেও হাসপাতালে ছিল। জ্বরের সঙ্গে ফুসফুসের সমস্যাতেও ভুগছিল। হয়তো ব্যাপারটা আপনারা জানেন না।
হেইডেন আরও বলেন, ‘রিজওয়ানকে দেখে আমার ১৯৯৬ বিশ্বকাপের কথা মনে পড়েছে। ইনজুরি নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেনি ওয়াসিম আকরাম। রিজওয়ানের সাহস আছে বলেই (অসুস্থতা নিয়েও) খেলছে।’
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ‘রান মেশিন’ বলতে যাঁর নাম সবার আগে আসে, তিনি মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটার আছেন অবিশ্বাস্য ছন্দে। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান তাঁর। বিশ্বকাপে যথারীতি ছড়িয়ে যাচ্ছেন রান-ফোয়ারা।
দুবাইয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেও হেসেছে রিজওয়ানের ব্যাট। তিনটি চার ও চারটি ছক্কায় ৫২ বলে উপহার দিয়েছেন ৬৭ রান। ইনিংসটি খেলার পথে মিচেল স্টার্কের বাউন্সারে অবশ্য কপালের নিচে আঘাত পান রিজওয়ান। তবু দমে যাননি। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক বছরে হাজার রান পূরণ করেই ছাড়েন এই ওপেনার।
অথচ জ্বরের কারণে আজ রিজওয়ানের খেলা নিয়েই ছিল সংশয়। যদিও করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাঁর খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
তবে আজ পাকিস্তানের ইনিংস শেষে ব্যাটিং কোচ ম্যাথু হেইডেন দিলেন নতুন তথ্য। বললেন, ‘রিজওয়ান সত্যিকারের যোদ্ধা। সে গত রাতেও হাসপাতালে ছিল। জ্বরের সঙ্গে ফুসফুসের সমস্যাতেও ভুগছিল। হয়তো ব্যাপারটা আপনারা জানেন না।
হেইডেন আরও বলেন, ‘রিজওয়ানকে দেখে আমার ১৯৯৬ বিশ্বকাপের কথা মনে পড়েছে। ইনজুরি নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেনি ওয়াসিম আকরাম। রিজওয়ানের সাহস আছে বলেই (অসুস্থতা নিয়েও) খেলছে।’
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে