বাংলাদেশ কত দূর যাবে বলা মুশকিল
বোলিংই বাংলাদেশ দলের মূল শক্তির জায়গা। সেটা পেস ও স্পিন—দুই বিভাগেই। উইকেট-কন্ডিশন সম্পর্কে এখনই বলতে পারছি না। বাংলাদেশ একটু আগেই যাচ্ছে যুক্তরাষ্ট্রে, এটা ভালো দিক। ওখানে খেলা শুরু করলে সেখানকার কন্ডিশনের বিষয়ে ভালো করে বুঝতে পারবে বাংলাদেশ। শুধু আমরাই নয়, কন্ডিশন সম্পর্কে আসলে এখন কোনো দলই জানে ন