এজেন্ট শাখার ক্যাশিয়ারের কোটি টাকা আত্মসাৎ, কিনেছেন জমি-পুকুর
জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখা থেকে গ্রাহকদের দেড় কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। সেখান কর্মরত ক্যাশিয়ার মাসুদ রানার বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। তিনি ছয় মাস ধরে বিভিন্ন হিসাব থেকে কৌশলে এসব টাকা সরিয়ে নিয়ে গ্রামের বাড়িতে জমি, পুকুর ও মুরগির খামার করেছেন।