জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার ভেরেন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কামরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আকতারের অভিযোগ, উত্তর ও দক্ষিণ পাশে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাংশ জায়গা দখল করে ব্যবহার করছেন কামরুজ্জামান জুয়েল। আর বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে কামরুজ্জামানের পাশাপাশি আনোয়ার হোসেন নামের আরেক ব্যক্তি জোরপূর্বক নিজেদের বাড়ির বাথরুমের নালা কেটে দিয়েছেন। এ নিয়ে কথা বলতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আকতার বলেন, ‘বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশের প্রায় পাঁচ শতাংশ জায়গা দখল করে ব্যবহার করছেন কামরুজ্জামান জুয়েল। আর পশ্চিম পাশে আরও প্রায় এক শতক জায়গা দিয়ে কামরুজ্জামান জুয়েল ও আনোয়ার হোসেন নিজেদের বাড়ির বাথরুমের নালা কেটে দিয়েছেন। অবৈধভাবে দখল করে রাখা জায়গার বিষয়ে বলতে গেলে এবং পশ্চিম পাশের নালা সরাতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা আমাকে হুমকি দেন। এ ঘটনায় সহকারী কমিশনারের (ভূমি) কাছে দুটি লিখিত অভিযোগ এবং কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বাবলুসহ কয়েকজন বলেন, বাথরুমের নোংরা পানি বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ায় পরিবেশ নোংরা হচ্ছে। নালা সরানোর উদ্যোগ নিলে জুয়েল, আনোয়ারসহ তাঁদের স্বজনেরা প্রধান শিক্ষককে হুমকি দেন। এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন মন্তব্য করতে রাজি হননি। তবে কামরুজ্জামান জুয়েল দাবি করেন, অভিযোগ ভিত্তিহীন। বিদ্যালয়ের পাশে তাঁদের খলিয়ানে মৌসুমি ফসল কাটা-মাড়াই হয়। প্রতিষ্ঠান চাইলে জায়গা ঘিরে নিতে পারে, প্রয়োজনে কিছু জায়গা ছাড়তেও তাঁরা রাজি। নালা স্বাস্থ্যসম্মতভাবে নির্মাণে ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান তিনি।
কালাই সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জয়পুরহাটের কালাই উপজেলার ভেরেন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কামরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আকতারের অভিযোগ, উত্তর ও দক্ষিণ পাশে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাংশ জায়গা দখল করে ব্যবহার করছেন কামরুজ্জামান জুয়েল। আর বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে কামরুজ্জামানের পাশাপাশি আনোয়ার হোসেন নামের আরেক ব্যক্তি জোরপূর্বক নিজেদের বাড়ির বাথরুমের নালা কেটে দিয়েছেন। এ নিয়ে কথা বলতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আকতার বলেন, ‘বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশের প্রায় পাঁচ শতাংশ জায়গা দখল করে ব্যবহার করছেন কামরুজ্জামান জুয়েল। আর পশ্চিম পাশে আরও প্রায় এক শতক জায়গা দিয়ে কামরুজ্জামান জুয়েল ও আনোয়ার হোসেন নিজেদের বাড়ির বাথরুমের নালা কেটে দিয়েছেন। অবৈধভাবে দখল করে রাখা জায়গার বিষয়ে বলতে গেলে এবং পশ্চিম পাশের নালা সরাতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা আমাকে হুমকি দেন। এ ঘটনায় সহকারী কমিশনারের (ভূমি) কাছে দুটি লিখিত অভিযোগ এবং কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বাবলুসহ কয়েকজন বলেন, বাথরুমের নোংরা পানি বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ায় পরিবেশ নোংরা হচ্ছে। নালা সরানোর উদ্যোগ নিলে জুয়েল, আনোয়ারসহ তাঁদের স্বজনেরা প্রধান শিক্ষককে হুমকি দেন। এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন মন্তব্য করতে রাজি হননি। তবে কামরুজ্জামান জুয়েল দাবি করেন, অভিযোগ ভিত্তিহীন। বিদ্যালয়ের পাশে তাঁদের খলিয়ানে মৌসুমি ফসল কাটা-মাড়াই হয়। প্রতিষ্ঠান চাইলে জায়গা ঘিরে নিতে পারে, প্রয়োজনে কিছু জায়গা ছাড়তেও তাঁরা রাজি। নালা স্বাস্থ্যসম্মতভাবে নির্মাণে ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান তিনি।
কালাই সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে