Ajker Patrika

স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

জয়পুরহাট প্রতিনিধি
শিবসমুদ্র সরকারি প্রাথমিক স্কুলের জমি দখল করে স্থায়ী পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
শিবসমুদ্র সরকারি প্রাথমিক স্কুলের জমি দখল করে স্থায়ী পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের কালাই উপজেলার শিবসমুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ উঠেছে। ওই জায়গায় স্থায়ী স্থাপনা তৈরি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাম্মি আখতার অভিযোগ করে জানান, শিবসমুদ্র গ্রামের আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম স্কুলের জমিতে জোরপূর্বক ঘর তুলেছেন। বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান দাগ নম্বর ১১৬৯ ও ১২৭০, খতিয়ান নম্বর ৩৭, আরএস খতিয়ান ১৫৪।

এ ঘটনায় প্রধান শিক্ষিকা সীমানা নির্ধারণের জন্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে আবেদন করেন। ওই আবেদনের পরপরই ইউএনও একটি কমিটি গঠন করেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি সীমানা নির্ধারণ করে।

এরপর শিক্ষিকা শ্রমিক নিয়ে বেড়া দেওয়ার কাজ শুরু করলে, আনোয়ার ও সাইফুল বাধা দেন। তাঁরা শিক্ষকদের ভয়ভীতিও দেখান। এরপর তাঁরা স্কুলের জায়গায় ইট, বালু, সিমেন্ট এনে স্থায়ী ঘর তৈরি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ার ও সাইফুল দাবি করেন, ওই জায়গার মালিক তাঁরাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলের জমি দখলের সুযোগ নেই। আইনি ব্যবস্থার মাধ্যমে জমি ফেরত আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত