আজকের পত্রিকা ডেস্ক
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ মঙ্গলবার ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কনীতির প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে এই বড় খবর দিলেন জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, তাঁর দেশ এবং ভারত একটি বাণিজ্য চুক্তির শর্তাবলি চূড়ান্ত করেছে। এর আগের দিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। ভ্যান্স গতকাল সোমবারই রাষ্ট্রীয় সফরে দিল্লিতে পৌঁছান।
জেডি ভ্যান্স বলেন, ‘আমাদের প্রশাসন ন্যায্যতা এবং অভিন্ন জাতীয় স্বার্থের ভিত্তিতে বাণিজ্য অংশীদার খোঁজে।’ তিনি জানান, আমেরিকা এমন বিদেশি অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়তে চায় যারা তাদের শ্রমিকদের সম্মান করে। যারা রপ্তানি বাড়াতে শ্রমিকদের মজুরি কমিয়ে দেয় না, বরং তাদের শ্রমের মূল্যকে সম্মান জানায়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘আমরা এমন অংশীদার চাই, যারা আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে জিনিস তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু অন্যের পণ্য আমদানি বা রপ্তানির মাধ্যম হতে চায় না।’
সবশেষে তিনি বলেন, ‘আমেরিকা এমন মানুষ ও দেশের সঙ্গে অংশীদার হতে চায়, যারা বর্তমান মুহূর্তের ঐতিহাসিক গুরুত্ব বোঝে। যারা সম্পূর্ণ নতুন কিছু গড়তে একত্র হওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে। এটি হবে একটি ভারসাম্যপূর্ণ, উন্মুক্ত, স্থিতিশীল এবং ন্যায্য বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা’।
ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন অংশীদার দেশগুলোর সরকারকে হয়তো আমেরিকার মতো সবকিছু করতে হবে না। তবে তাদের কিছু অভিন্ন লক্ষ্য থাকতে হবে।’ ভারতের সঙ্গে এই অভিন্ন লক্ষ্যগুলো অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা—উভয়ের সঙ্গেই সম্পর্কিত বলে তিনি উল্লেখ করেন।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ মঙ্গলবার ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কনীতির প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে এই বড় খবর দিলেন জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, তাঁর দেশ এবং ভারত একটি বাণিজ্য চুক্তির শর্তাবলি চূড়ান্ত করেছে। এর আগের দিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। ভ্যান্স গতকাল সোমবারই রাষ্ট্রীয় সফরে দিল্লিতে পৌঁছান।
জেডি ভ্যান্স বলেন, ‘আমাদের প্রশাসন ন্যায্যতা এবং অভিন্ন জাতীয় স্বার্থের ভিত্তিতে বাণিজ্য অংশীদার খোঁজে।’ তিনি জানান, আমেরিকা এমন বিদেশি অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়তে চায় যারা তাদের শ্রমিকদের সম্মান করে। যারা রপ্তানি বাড়াতে শ্রমিকদের মজুরি কমিয়ে দেয় না, বরং তাদের শ্রমের মূল্যকে সম্মান জানায়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘আমরা এমন অংশীদার চাই, যারা আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে জিনিস তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু অন্যের পণ্য আমদানি বা রপ্তানির মাধ্যম হতে চায় না।’
সবশেষে তিনি বলেন, ‘আমেরিকা এমন মানুষ ও দেশের সঙ্গে অংশীদার হতে চায়, যারা বর্তমান মুহূর্তের ঐতিহাসিক গুরুত্ব বোঝে। যারা সম্পূর্ণ নতুন কিছু গড়তে একত্র হওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে। এটি হবে একটি ভারসাম্যপূর্ণ, উন্মুক্ত, স্থিতিশীল এবং ন্যায্য বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা’।
ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন অংশীদার দেশগুলোর সরকারকে হয়তো আমেরিকার মতো সবকিছু করতে হবে না। তবে তাদের কিছু অভিন্ন লক্ষ্য থাকতে হবে।’ ভারতের সঙ্গে এই অভিন্ন লক্ষ্যগুলো অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা—উভয়ের সঙ্গেই সম্পর্কিত বলে তিনি উল্লেখ করেন।
প্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
১ সেকেন্ড আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১ ঘণ্টা আগেশচীন উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছিলেন। পেটে চামচ ও টুথব্রাশ কীভাবে এল—জানতে চাইলে শচীন বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। ক্ষুধার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসনকোসন থেকে চামচ চুরি করে খেতাম।’
২ ঘণ্টা আগেরাশিয়ার ধনকুবের ব্যবসায়ী ও সাবেক কাস্টমস কর্মকর্তা বরিস আভাকিয়ান রহস্যজনকভাবে মারা গেছেন। ৪৩ বছর বয়সী বরিস ছিলেন ২০১৪ সালের ‘মিসেস ওয়ার্ল্ড’ জয়ী সুন্দরী ইউলিয়া ইয়োনিনার স্বামী। সম্প্রতি রাশিয়ার একটি আদালতে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডের জালিয়াতি মামলার বিচার চলাকালে বরিস সেখান থেকে পালান।
২ ঘণ্টা আগে