চালকুমড়া চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন জয়পুরহাটের হাসান আলীর
হাসান আলী জানান, চাল কুমড়া চাষের শুরুতে তাঁর খরচ হয়েছে প্রায় ৫ হাজার টাকা। মৌসুম শেষে খরচ গিয়ে দাঁড়াবে আনুমানিক ৭ হাজার টাকায়। ইতোমধ্যে প্রথম দফায় তিনি তুলেছেন ৫০টি চাল কুমড়া। তাঁর আশা, আগামী তিন মাস প্রতি সপ্তাহে গড়ে ৫০ থেকে ৬০টি করে কুমড়া তুলতে পারবেন। মৌসুম শেষে চাল কুমড়ার সংখ্যা দাঁড়াতে পারে প্র