বাইডেনের ঢোল, পুতিনের কাঠি ও চিন পিংয়ের নেপো মারে দই
বিশ্বজুড়ে করোনার উত্তাল ঢেউয়ের মধ্যেই জমে উঠেছে যুদ্ধ যুদ্ধ আবহ। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা লাগাতার ঢোল বাজাচ্ছে এই বলে যে, যুদ্ধ এবার বেঁধেই গেল বুঝি! ওদিকে সেই ঢোলে সংগত দিতে কাঠি করে যাচ্ছে রাশিয়া। এটুকু বুঝিয়ে দিচ্ছে যে, যুদ্ধের আঁশে তারাও আছে।