Ajker Patrika

ইউক্রেন ইস্যু: মোতায়েনের জন্য ৮৫০০ সেনাকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

ইউক্রেন ইস্যু: মোতায়েনের জন্য ৮৫০০ সেনাকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনের সীমান্তে রাশিয়ান সেনাদের সংখ্যা বাড়ায় পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। তাই ৮ হাজার ৫০০ সেনাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

কিরবি বলেছেন, তবে সেনা মোতায়েনের কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মোতায়েনের প্রস্তুতি জারি করেছে মাত্র। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে যে, একাধিক মার্কিন ও প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে বাইডেন প্রশাসন ইতিমধ্যে নির্দিষ্ট সামরিক ইউনিট শনাক্ত করার চূড়ান্ত পর্যায়ে। 

একজন সিনিয়র কর্মকর্তা জানান, বাইডেন গত শনিবার ক্যাম্প ডেভিডে এক ব্রিফিংয়ের সময় বার্ষিক এবং পূর্ব ইউরোপে মার্কিন সেনা বাড়ানোর বিকল্পগুলি নিয়ে আলোচনা করেছিলেন। ইউক্রেনে সম্ভবত খুব শিগগির রাশিয়া আক্রমণ করতে পারে এমন খবর এসেছে। 

ইউক্রেন ইস্যু নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আজ ভিডিও কলে পরামর্শ করার কথা রয়েছে জো বাইডেনের। 

ইউক্রেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য সম্প্রতি নিরাপত্তা সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইউক্রেনে দুটি অস্ত্রের চালান পাঠিয়েছে।

এর আগে, রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের মার্কিন দূতাবাসে নিযুক্ত কর্মীদের স্বজনদের দেশটি ছাড়ার বিষয়ে নির্দেশনা জারি করে। এ ছাড়া দূতাবাসে অবস্থান করা অতিগুরুত্বপূর্ণ নয় এমন কর্মীদেরও ইউক্রেন ছাড়তে বলে। এমনকি ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও ইউক্রেন ছাড়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।  

এক বিবৃতিতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ‘মার্কিন নাগরিকেরা হয়রানির শিকার হতে পারে’ এমন আশঙ্কা থাকায় ইউক্রেন এবং রাশিয়ায় ভ্রমণ না করার জন্য সতর্ক করা হচ্ছে। ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘দূতাবাস খোলা থাকবে। তবে হোয়াইট হাউস থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছে ‘যেকোনো সময়’ আক্রমণ হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত