‘কোনো সন্দেহ নেই লিটন অনেক রান করবে’
লিটন দাসের সময় কতটা খারাপ যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ফিফটির দেখা পাননি তিন সংস্করণ মিলিয়ে টানা ২০ ইনিংসে। সর্বশেষ গত বছর ওয়ানডে বিশ্বকাপে পুনেতে ভারতের বিপক্ষে খেলেছিলেন ৬৬ রানের এক ইনিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দহারা লিটন কিছুটা চিন্তা বাড়াচ্ছে টপ অর্ডারে।