নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হ্যালির ধূমকেতুর মতো হঠাৎ করে জ্বলে ওঠেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। এক ম্যাচ ভালো খেলার পর আবার ঢুকে যান অফফর্মের বৃত্তে। বাংলাদেশ-জিম্বাবুয়ে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে কেউই আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। নাজমুল হাসান পাপনের চাওয়া, তাঁরা যেন ফর্মে ফেরেন আসেন।
শান্ত ও লিটন জিম্বাবুয়ে সিরিজে করেছেন ৮১ রান ও ৩৬ রান। হতশ্রী পারফরম্যান্সের কারণে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েন লিটন। তৃতীয় টি-টোয়েন্টিতে লিটন তিনবার স্কুপ শট খেলতে গিয়ে বোল্ড হয়েছেন। ২০২৪ সাল জুড়েই তিনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। শান্ত জিম্বাবুয়ে সিরিজের দুই ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। টি-টোয়েন্টিসুলভ স্ট্রাইকরেট ছিল না সিরিজে।
জিম্বাবুয়ে সিরিজ শেষে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনানুষ্ঠানিক সভা করে ফেললেন বিসিবি সভাপতি পাপন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সংবাদ মাধ্যমকে পাপন বলেন, ‘সত্যি বলতে লিটন দাসকে সব সময় মনে করি আমাদের সেরা ব্যাটার। যেকোনো সংস্করণেই। কিন্তু এটাও আমরা জানি, তার বাজে সময় যাচ্ছে। এই সিরিজে সে ভালো করেনি। দোয়া করতে পারি যেন তারা ফর্মে ফেরে। শান্ত, লিটন, সৌম্য সরকার তারা যেন স্বাভাবিক খেলাটা খেলতে পারে।’
১৬০ ও ১৪০ রান করে তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সর্বোচ্চ দুই রানসংগ্রাহক। চতুর্থ টি-টোয়েন্টিতে সৌম্যর সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০১ রান। সৌম্য শেষ দুই ম্যাচে সুযোগ পেয়েছেন লিটনের পরিবর্তে। পাপন বলেন, ‘সৌম্য সরকারের কথা যদি আমাকে বলেন, টি-টোয়েন্টিতে তার জায়গায় অন্য কাউকে নেওয়ার বিকল্প যে আছে বা মনে হয়েছে তা নয়। সেও টি-টোয়েন্টিতে ভালো ব্যাটার। কিন্তু এখানে কাকে খেলাব, তা তো জানি না। তানজিদ তামিম যেভাবে সাহস করে খেলে যাচ্ছে, সাবলীলভাবে যে খেলাটা খেলে যাচ্ছে সেটা যেন খেলতে পারে, তাহলে আমরা আশা করতে পারি, ভালো হবে।’
আরও পড়ুন:
হ্যালির ধূমকেতুর মতো হঠাৎ করে জ্বলে ওঠেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। এক ম্যাচ ভালো খেলার পর আবার ঢুকে যান অফফর্মের বৃত্তে। বাংলাদেশ-জিম্বাবুয়ে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে কেউই আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। নাজমুল হাসান পাপনের চাওয়া, তাঁরা যেন ফর্মে ফেরেন আসেন।
শান্ত ও লিটন জিম্বাবুয়ে সিরিজে করেছেন ৮১ রান ও ৩৬ রান। হতশ্রী পারফরম্যান্সের কারণে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েন লিটন। তৃতীয় টি-টোয়েন্টিতে লিটন তিনবার স্কুপ শট খেলতে গিয়ে বোল্ড হয়েছেন। ২০২৪ সাল জুড়েই তিনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। শান্ত জিম্বাবুয়ে সিরিজের দুই ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। টি-টোয়েন্টিসুলভ স্ট্রাইকরেট ছিল না সিরিজে।
জিম্বাবুয়ে সিরিজ শেষে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনানুষ্ঠানিক সভা করে ফেললেন বিসিবি সভাপতি পাপন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সংবাদ মাধ্যমকে পাপন বলেন, ‘সত্যি বলতে লিটন দাসকে সব সময় মনে করি আমাদের সেরা ব্যাটার। যেকোনো সংস্করণেই। কিন্তু এটাও আমরা জানি, তার বাজে সময় যাচ্ছে। এই সিরিজে সে ভালো করেনি। দোয়া করতে পারি যেন তারা ফর্মে ফেরে। শান্ত, লিটন, সৌম্য সরকার তারা যেন স্বাভাবিক খেলাটা খেলতে পারে।’
১৬০ ও ১৪০ রান করে তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সর্বোচ্চ দুই রানসংগ্রাহক। চতুর্থ টি-টোয়েন্টিতে সৌম্যর সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০১ রান। সৌম্য শেষ দুই ম্যাচে সুযোগ পেয়েছেন লিটনের পরিবর্তে। পাপন বলেন, ‘সৌম্য সরকারের কথা যদি আমাকে বলেন, টি-টোয়েন্টিতে তার জায়গায় অন্য কাউকে নেওয়ার বিকল্প যে আছে বা মনে হয়েছে তা নয়। সেও টি-টোয়েন্টিতে ভালো ব্যাটার। কিন্তু এখানে কাকে খেলাব, তা তো জানি না। তানজিদ তামিম যেভাবে সাহস করে খেলে যাচ্ছে, সাবলীলভাবে যে খেলাটা খেলে যাচ্ছে সেটা যেন খেলতে পারে, তাহলে আমরা আশা করতে পারি, ভালো হবে।’
আরও পড়ুন:
সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
১৪ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
৪২ মিনিট আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১১ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১২ ঘণ্টা আগে