
দ্রুত দুটি উইকেট হারিয়েও পাওয়ার প্লেতে ৬০ রান তোলে জিম্বাবুয়ে। ইঙ্গিত দিচ্ছিল ১৬৬ রানের লক্ষ্য তাড়া করার। কিন্তু মাঝে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমের ঘূর্ণি জাদুতে খেই হারায় তারা। গুটিয়ে যায় ১০৮ রানে। ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচের মতো আজ প্রথম টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে দাঁড়াতে দেয়নি পাকিস্তান।

বৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।

বুলাওয়েতে চলছে জিম্বাবুয়ে-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ছয় ম্যাচের মধ্যে কেবল হয়েছে দুই ম্যাচ। দ্বিপক্ষীয় এই সিরিজ চলার মাঝপথেই ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারী দলের দুই ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে গেছে।

বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডেতে হারের পর পাকিস্তানকে নিতে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ। সেই পাকিস্তান ৪৮ ঘণ্টার ব্যবধানে নিল ‘মধুর প্রতিশোধ’। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বুলাওয়েতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান।