জিডির এক ঘণ্টার মধ্যে সেবা দেবে পুলিশ: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা শহরে আমরা সেবক হতে চাই। থানায় জিডি হবে। জিডি হওয়ার ৪৮-৭২ ঘণ্টা পর নয়, এখন থেকে ২-১ ঘণ্টার মধ্যে সাড়া দেবেন পুলিশ অফিসার। তিনি অভিযোগকারীর কাছে হাজির হয়ে অভিযোগ শুনবেন। ঘটনার গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেবেন।