নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে পূজামণ্ডপে অনুদান দেওয়ার কথা বলে উল্টো ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। পৌরশহরের কাচারিপাড়া সর্বজনীন দুর্গামাতা মন্দিরের এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্দির কমিটি।
পুলিশ ও ভুক্তভোগী মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বিকেলে একটি টেলিফোন নম্বর থেকে মন্দিরের সভাপতি সুধেন সূত্রধরের মোবাইলে ফোন আসে। এ সময় সরকারের পক্ষ থেকে কিছু অসচ্ছল মন্দিরে অনুদান দেওয়ার কথা বলে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়।
সভাপতি বা মন্দিরের নামে কোনো অ্যাকাউন্ট না থাকায় সবার পরামর্শে মন্দির কমিটির সহসভাপতি সুদীপ সরকারের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। প্রতারক চক্র ফোন কলে থাকা অবস্থায় কৌশলে পিন কোড জেনে নেয়। পরে ৫০ হাজার টাকা অনুদানের কথা বলে উল্টো সেই হিসাবে থাকা প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।
তখন মন্দির কমিটির কেউ বিষয়টি বুঝতে না পারলেও পরে তাঁরা জানতে পারেন, অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ হাজার টাকা নেই। ব্যাংকে যোগাযোগ করে তাঁরা নিষয়টি নিশ্চিত হন। পরে গতকাল মঙ্গলবার রাতে এর প্রতিকার চেয়ে নালিতাবাড়ী থানায় জিডি করা হয়।
পূজামণ্ডপের সভাপতি সুধেন সূত্রধর বলেন, ‘কয়েক দিনের বন্যায় এমনিতেই আমাদের এলাকার মানুষের নাজেহাল অবস্থা। তার ওপর এমন পরিস্থিতিতে পূজার অর্থ সংগ্রহ করা আমাদের কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর এমন সময় প্রতারণার শিকার হয়ে আমরা দিশেহারা। এ বিষয়ে থানায় জিডি করেছি। কিন্তু এর আশানুরূপ ফল পাওয়া যাবে কিনা জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে জিডি করা হয়েছে। প্রতারক চক্রের সদস্যদের ধরার চেষ্টা চলছে।
শেরপুরের নালিতাবাড়ীতে পূজামণ্ডপে অনুদান দেওয়ার কথা বলে উল্টো ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। পৌরশহরের কাচারিপাড়া সর্বজনীন দুর্গামাতা মন্দিরের এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্দির কমিটি।
পুলিশ ও ভুক্তভোগী মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বিকেলে একটি টেলিফোন নম্বর থেকে মন্দিরের সভাপতি সুধেন সূত্রধরের মোবাইলে ফোন আসে। এ সময় সরকারের পক্ষ থেকে কিছু অসচ্ছল মন্দিরে অনুদান দেওয়ার কথা বলে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়।
সভাপতি বা মন্দিরের নামে কোনো অ্যাকাউন্ট না থাকায় সবার পরামর্শে মন্দির কমিটির সহসভাপতি সুদীপ সরকারের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। প্রতারক চক্র ফোন কলে থাকা অবস্থায় কৌশলে পিন কোড জেনে নেয়। পরে ৫০ হাজার টাকা অনুদানের কথা বলে উল্টো সেই হিসাবে থাকা প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।
তখন মন্দির কমিটির কেউ বিষয়টি বুঝতে না পারলেও পরে তাঁরা জানতে পারেন, অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ হাজার টাকা নেই। ব্যাংকে যোগাযোগ করে তাঁরা নিষয়টি নিশ্চিত হন। পরে গতকাল মঙ্গলবার রাতে এর প্রতিকার চেয়ে নালিতাবাড়ী থানায় জিডি করা হয়।
পূজামণ্ডপের সভাপতি সুধেন সূত্রধর বলেন, ‘কয়েক দিনের বন্যায় এমনিতেই আমাদের এলাকার মানুষের নাজেহাল অবস্থা। তার ওপর এমন পরিস্থিতিতে পূজার অর্থ সংগ্রহ করা আমাদের কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর এমন সময় প্রতারণার শিকার হয়ে আমরা দিশেহারা। এ বিষয়ে থানায় জিডি করেছি। কিন্তু এর আশানুরূপ ফল পাওয়া যাবে কিনা জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে জিডি করা হয়েছে। প্রতারক চক্রের সদস্যদের ধরার চেষ্টা চলছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৪ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৪ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৫ ঘণ্টা আগে