নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে পূজামণ্ডপে অনুদান দেওয়ার কথা বলে উল্টো ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। পৌরশহরের কাচারিপাড়া সর্বজনীন দুর্গামাতা মন্দিরের এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্দির কমিটি।
পুলিশ ও ভুক্তভোগী মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বিকেলে একটি টেলিফোন নম্বর থেকে মন্দিরের সভাপতি সুধেন সূত্রধরের মোবাইলে ফোন আসে। এ সময় সরকারের পক্ষ থেকে কিছু অসচ্ছল মন্দিরে অনুদান দেওয়ার কথা বলে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়।
সভাপতি বা মন্দিরের নামে কোনো অ্যাকাউন্ট না থাকায় সবার পরামর্শে মন্দির কমিটির সহসভাপতি সুদীপ সরকারের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। প্রতারক চক্র ফোন কলে থাকা অবস্থায় কৌশলে পিন কোড জেনে নেয়। পরে ৫০ হাজার টাকা অনুদানের কথা বলে উল্টো সেই হিসাবে থাকা প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।
তখন মন্দির কমিটির কেউ বিষয়টি বুঝতে না পারলেও পরে তাঁরা জানতে পারেন, অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ হাজার টাকা নেই। ব্যাংকে যোগাযোগ করে তাঁরা নিষয়টি নিশ্চিত হন। পরে গতকাল মঙ্গলবার রাতে এর প্রতিকার চেয়ে নালিতাবাড়ী থানায় জিডি করা হয়।
পূজামণ্ডপের সভাপতি সুধেন সূত্রধর বলেন, ‘কয়েক দিনের বন্যায় এমনিতেই আমাদের এলাকার মানুষের নাজেহাল অবস্থা। তার ওপর এমন পরিস্থিতিতে পূজার অর্থ সংগ্রহ করা আমাদের কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর এমন সময় প্রতারণার শিকার হয়ে আমরা দিশেহারা। এ বিষয়ে থানায় জিডি করেছি। কিন্তু এর আশানুরূপ ফল পাওয়া যাবে কিনা জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে জিডি করা হয়েছে। প্রতারক চক্রের সদস্যদের ধরার চেষ্টা চলছে।
শেরপুরের নালিতাবাড়ীতে পূজামণ্ডপে অনুদান দেওয়ার কথা বলে উল্টো ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। পৌরশহরের কাচারিপাড়া সর্বজনীন দুর্গামাতা মন্দিরের এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্দির কমিটি।
পুলিশ ও ভুক্তভোগী মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বিকেলে একটি টেলিফোন নম্বর থেকে মন্দিরের সভাপতি সুধেন সূত্রধরের মোবাইলে ফোন আসে। এ সময় সরকারের পক্ষ থেকে কিছু অসচ্ছল মন্দিরে অনুদান দেওয়ার কথা বলে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়।
সভাপতি বা মন্দিরের নামে কোনো অ্যাকাউন্ট না থাকায় সবার পরামর্শে মন্দির কমিটির সহসভাপতি সুদীপ সরকারের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। প্রতারক চক্র ফোন কলে থাকা অবস্থায় কৌশলে পিন কোড জেনে নেয়। পরে ৫০ হাজার টাকা অনুদানের কথা বলে উল্টো সেই হিসাবে থাকা প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।
তখন মন্দির কমিটির কেউ বিষয়টি বুঝতে না পারলেও পরে তাঁরা জানতে পারেন, অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ হাজার টাকা নেই। ব্যাংকে যোগাযোগ করে তাঁরা নিষয়টি নিশ্চিত হন। পরে গতকাল মঙ্গলবার রাতে এর প্রতিকার চেয়ে নালিতাবাড়ী থানায় জিডি করা হয়।
পূজামণ্ডপের সভাপতি সুধেন সূত্রধর বলেন, ‘কয়েক দিনের বন্যায় এমনিতেই আমাদের এলাকার মানুষের নাজেহাল অবস্থা। তার ওপর এমন পরিস্থিতিতে পূজার অর্থ সংগ্রহ করা আমাদের কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর এমন সময় প্রতারণার শিকার হয়ে আমরা দিশেহারা। এ বিষয়ে থানায় জিডি করেছি। কিন্তু এর আশানুরূপ ফল পাওয়া যাবে কিনা জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে জিডি করা হয়েছে। প্রতারক চক্রের সদস্যদের ধরার চেষ্টা চলছে।
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৩ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
১৮ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
৩২ মিনিট আগে