অনলাইন ডেস্ক
এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গেন্ডারিয়া ঢাকা (দক্ষিণ) কার্যালয়ের ভবনে লাগানো মাদক রোধক ডিসপ্লেতে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠেছে। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অধিদপ্তরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি, শৃঙ্খলা রক্ষায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ ও মাদক কর্তৃপক্ষ।
আজ সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গেন্ডারিয়া থানা সূত্রে এসব তথ্য জানা যায়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের দক্ষিণ কার্যালয়ের ছাদের বাইরের দিকে একটি ডিসপ্লে আছে। যেখানে মাদককে না বলুন, কিংবা মাদকবিরোধী নানা স্লোগান ২৪ ঘণ্টা দেখানো হয়। সেই ডিসপ্লেতে গত রোববার রাত ১২টার দিকে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ এমন লেখা দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা জড়ো হয়ে কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থলে আসেন গেন্ডারিয়া থানার এসআই মো. আব্দুর কাদির। পরে তাঁরা স্থানীয় মানুষজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সঙ্গে সঙ্গে ডিসপ্লেটি বন্ধ করে দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ঢাকার (দক্ষিণ) উপপরিচালক মো. মানজুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রাত ১২টার পর ডিসপ্লেতে লেখা দেখে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের কর্মকর্তা ও পুলিশ যায়। গিয়ে সেটি বন্ধ করে। এ ঘটনায় অতিরিক্ত পরিচালক লিখিতভাবে প্রধান কার্যালয়ে জানানোর পর অধিদপ্তরের পরিচালক মো. মাসুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবেন তাঁরা। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাদী হয়ে একটি জিডি করেছে। অধিদপ্তরের কর্মকর্তারাও একটি জিডি করেছেন। আমরা বিষয়টির তদন্ত করছি।’
এর আগে, কমলাপুর স্টেশন, খুলনা রেলস্টেশনসহ কয়েকটি জেলায় সরকারি কার্যালয় কিংবা অধিদপ্তরের ডিসপ্লেতে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান ভেসে ওঠার অভিযোগ রয়েছে।
এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গেন্ডারিয়া ঢাকা (দক্ষিণ) কার্যালয়ের ভবনে লাগানো মাদক রোধক ডিসপ্লেতে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠেছে। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অধিদপ্তরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি, শৃঙ্খলা রক্ষায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ ও মাদক কর্তৃপক্ষ।
আজ সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গেন্ডারিয়া থানা সূত্রে এসব তথ্য জানা যায়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের দক্ষিণ কার্যালয়ের ছাদের বাইরের দিকে একটি ডিসপ্লে আছে। যেখানে মাদককে না বলুন, কিংবা মাদকবিরোধী নানা স্লোগান ২৪ ঘণ্টা দেখানো হয়। সেই ডিসপ্লেতে গত রোববার রাত ১২টার দিকে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ এমন লেখা দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা জড়ো হয়ে কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থলে আসেন গেন্ডারিয়া থানার এসআই মো. আব্দুর কাদির। পরে তাঁরা স্থানীয় মানুষজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সঙ্গে সঙ্গে ডিসপ্লেটি বন্ধ করে দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ঢাকার (দক্ষিণ) উপপরিচালক মো. মানজুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রাত ১২টার পর ডিসপ্লেতে লেখা দেখে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের কর্মকর্তা ও পুলিশ যায়। গিয়ে সেটি বন্ধ করে। এ ঘটনায় অতিরিক্ত পরিচালক লিখিতভাবে প্রধান কার্যালয়ে জানানোর পর অধিদপ্তরের পরিচালক মো. মাসুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবেন তাঁরা। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাদী হয়ে একটি জিডি করেছে। অধিদপ্তরের কর্মকর্তারাও একটি জিডি করেছেন। আমরা বিষয়টির তদন্ত করছি।’
এর আগে, কমলাপুর স্টেশন, খুলনা রেলস্টেশনসহ কয়েকটি জেলায় সরকারি কার্যালয় কিংবা অধিদপ্তরের ডিসপ্লেতে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান ভেসে ওঠার অভিযোগ রয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
২ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩০ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৫ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৯ মিনিট আগে