স্নায়ুযুদ্ধ-পরবর্তী ন্যাটোর সবচেয়ে বড় সামরিক মহড়ার সূচনা
মার্কিন নৌবাহিনীর ডকে অবতরণকারী জাহাজ গানস্টন হল গতকাল বুধবার নরফোক বন্দর ছেড়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সহযোগী দেশ্যগুলোর প্রায় ৯০ হাজার সৈন্য স্টেডফাস্ট ডিফেন্ডার ২০২৪ নামক মহড়ায় যোগ দেবেন। ন্যাটোর কর্মকর্তাদের মতে, স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে এটিই ন্যাটোর সর্ববৃহৎ মহড়া।