Ajker Patrika

লোহিতসাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে আবারও হামলার দাবি হুতিদের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ২২
লোহিতসাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে আবারও হামলার দাবি হুতিদের

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠী লোহিতসাগরে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে। কেওআই নামের জাহাজটি যুক্তরাষ্ট্র পরিচালনা করে বলে দাবি হুতিদের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

নৌযানের নিরাপত্তাবিষয়ক ফার্ম অ্যামব্রে বলেছে, ইয়েমেনের এডেন বন্দরের দক্ষিণে পরিচালিত একটি জাহাজ বোর্ডে বিস্ফোরণের খবর তারা পেয়েছে। তবে তারা জাহাজের নাম জানায়নি।

বার্তা সংস্থা রয়টার্স অনুসারে, কেওআই হলো লাইবেরিয়ান পতাকাযুক্ত একটি পণ্যবাহী জাহাজ, যা যুক্তরাজ্যভিত্তিক ওসিওনিক্স সার্ভিসেস দ্বারা পরিচালিত হয়। একই কোম্পানির বহরে রয়েছে তেল ট্যাংকার মার্লিন লুয়ান্ডা, যা গত শনিবার ক্ষেপণাস্ত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

হুতিরা গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে লোহিতসাগর দিয়ে পণ্য পরিবহন করা ইসরায়েলি, মার্কিন এবং ব্রিটিশ স জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর ঘোষণা দিয়েছিল। নৌপথটি সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য লোহিতসাগরে নৌবাহিনী মোতায়েন করেছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া গতকাল বুধবার বলেছেন, তাদের সশস্ত্র বাহিনী কেওআই নামে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক জাহাজে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। তিনি বলেন, জাহাজটি অধিকৃত ফিলিস্তিনের বন্দরের দিকে যাচ্ছিল।

উল্লেখ্য, ইসরায়েল বোঝাতে অনেক ক্ষেত্রেই ‘অধিকৃত ফিলিস্তিন’ শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়।

ইয়াহিয়া সারিয়া আরও বলেন, ‘যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সংকোচ করবে না ইয়েমেন। যত দিন আমাদের দেশের বিরুদ্ধে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকবে, তত দিন লোহিত এবং আরব সাগরে তাদের সব জাহাজ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবেই থাকবে।’

এদিকে, পাল্টা ব্যবস্থা হিসেবে হুতিদের ১০টি সামরিক ড্রোন, একটি জাহাজ ধ্বংসে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিয়ন্ত্রণ স্টেশন ধ্বংস করেছে মার্কিন বাহিনী।

ইউএস মিলিটারি কমান্ড আজ এক বিবৃতিতে বলেছে, বুধবার মধ্যরাতে ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের ১০টি ইউএভি ড্রোন এবং একটি (ইউএভি) ড্রোন কন্ট্রোল স্টেশন ধ্বংস করেছে মার্কিন বিমানবাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত