চীনের গবেষণা জাহাজ শাং ইয়াং হং-০৩ মালদ্বীপের রাজধানী মালেতে যাত্রাবিরতি করলেও দেশটির জলসীমায় কোনো গবেষণা কার্যক্রম চালাবে না, এমনটাই জানিয়েছে মালদ্বীপ সরকার। গতকাল মঙ্গলবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন সরকার মালদ্বীপ সরকারের কাছে একটি কূটনৈতিক অনুরোধ করেছে, যেন চীনা গবেষণা জাহাজটিকে মালে বন্দরে যাত্রাবিরতির অনুমতিসহ যাবতীয় বিষয়ে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হয়, যাতে সেখানে জাহাজটির ক্রুরা কিছুটা মুক্ত সময় কাটাতে পারেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এ টুইটে বলেছেন, ‘মালদ্বীপের জলসীমায় থাকা অবস্থায় জাহাজটি কোনো গবেষণা পরিচালনা করবে না।’ তাঁর মন্ত্রণালয় আরও বলেছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজগুলো সব সময়ই মালদ্বীপে স্বাগত। মালদ্বীপ শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য দেশের বন্দরগুলোতে বেসামরিক ও সামরিক উভয় ধরনের জাহাজ আশ্রয় দেবে।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘মালদ্বীপের বন্দরে এ ধরনের যাত্রাবিরতি মালদ্বীপ ও এর অংশীদার দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ায় পাশাপাশি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজকে স্বাগত জানানোর ক্ষেত্রে মালদ্বীপের জনগণের শতাব্দী পুরোনো ঐতিহ্যকেও প্রদর্শন করে।’
চীনের এই গবেষণা জাহাজ এমন এক সময়ে মালদ্বীপের দিকে যাচ্ছে, যখন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারতের পরিবর্তে মিত্র হিসেবে বেইজিংকে কাছে টেনে নিয়েছেন। একই সময়ে নয়াদিল্লিকে দূরে সরিয়ে দিয়েছেন। ডেমিয়েন সাইমন নামে একজন ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষক। তাঁর এক্স (টুইটার) হ্যান্ডেলে শেয়ার করা এক টুইটে জানিয়েছেন, ‘শাং ইয়াং হং-০৩ নামে একটি চীনা গবেষণা জাহাজ ভারত মহাসাগরে প্রবেশ করছে। আপাতত মনে হচ্ছে, জাহাজটির গন্তব্য মালে। আশা করা হচ্ছে, এই জাহাজ ভারত মহাসাগরে সামুদ্রিক সমীক্ষা চালাবে। বিষয়টি অবশ্যই ভারতের উদ্বেগ বাড়াবে।’
ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা চীনা জাহাজের গতিবিধি নজরদারিতে রেখেছেন। বিষয়টি নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করেনি।
এর আগে, গত ১ জানুয়ারি থেকে আগামী এক বছরের জন্য চীনা গবেষণা জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কলম্বো। নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার কোনো বন্দরে কোনো চীনা গবেষণা জাহাজকে নোঙর ফেলতে দেওয়া হবে না। শ্রীলঙ্কার এই সিদ্ধান্তকে দিল্লির বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। ইতিপূর্বে ভারত মহাসাগরে চীনের বিরুদ্ধে গবেষণার নামে গুপ্তচর জাহাজ মোতায়েনের অভিযোগ করেছিল ভারত।
চীনের গবেষণা জাহাজ শাং ইয়াং হং-০৩ মালদ্বীপের রাজধানী মালেতে যাত্রাবিরতি করলেও দেশটির জলসীমায় কোনো গবেষণা কার্যক্রম চালাবে না, এমনটাই জানিয়েছে মালদ্বীপ সরকার। গতকাল মঙ্গলবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন সরকার মালদ্বীপ সরকারের কাছে একটি কূটনৈতিক অনুরোধ করেছে, যেন চীনা গবেষণা জাহাজটিকে মালে বন্দরে যাত্রাবিরতির অনুমতিসহ যাবতীয় বিষয়ে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হয়, যাতে সেখানে জাহাজটির ক্রুরা কিছুটা মুক্ত সময় কাটাতে পারেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এ টুইটে বলেছেন, ‘মালদ্বীপের জলসীমায় থাকা অবস্থায় জাহাজটি কোনো গবেষণা পরিচালনা করবে না।’ তাঁর মন্ত্রণালয় আরও বলেছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজগুলো সব সময়ই মালদ্বীপে স্বাগত। মালদ্বীপ শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য দেশের বন্দরগুলোতে বেসামরিক ও সামরিক উভয় ধরনের জাহাজ আশ্রয় দেবে।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘মালদ্বীপের বন্দরে এ ধরনের যাত্রাবিরতি মালদ্বীপ ও এর অংশীদার দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ায় পাশাপাশি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজকে স্বাগত জানানোর ক্ষেত্রে মালদ্বীপের জনগণের শতাব্দী পুরোনো ঐতিহ্যকেও প্রদর্শন করে।’
চীনের এই গবেষণা জাহাজ এমন এক সময়ে মালদ্বীপের দিকে যাচ্ছে, যখন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারতের পরিবর্তে মিত্র হিসেবে বেইজিংকে কাছে টেনে নিয়েছেন। একই সময়ে নয়াদিল্লিকে দূরে সরিয়ে দিয়েছেন। ডেমিয়েন সাইমন নামে একজন ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষক। তাঁর এক্স (টুইটার) হ্যান্ডেলে শেয়ার করা এক টুইটে জানিয়েছেন, ‘শাং ইয়াং হং-০৩ নামে একটি চীনা গবেষণা জাহাজ ভারত মহাসাগরে প্রবেশ করছে। আপাতত মনে হচ্ছে, জাহাজটির গন্তব্য মালে। আশা করা হচ্ছে, এই জাহাজ ভারত মহাসাগরে সামুদ্রিক সমীক্ষা চালাবে। বিষয়টি অবশ্যই ভারতের উদ্বেগ বাড়াবে।’
ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা চীনা জাহাজের গতিবিধি নজরদারিতে রেখেছেন। বিষয়টি নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করেনি।
এর আগে, গত ১ জানুয়ারি থেকে আগামী এক বছরের জন্য চীনা গবেষণা জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কলম্বো। নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার কোনো বন্দরে কোনো চীনা গবেষণা জাহাজকে নোঙর ফেলতে দেওয়া হবে না। শ্রীলঙ্কার এই সিদ্ধান্তকে দিল্লির বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। ইতিপূর্বে ভারত মহাসাগরে চীনের বিরুদ্ধে গবেষণার নামে গুপ্তচর জাহাজ মোতায়েনের অভিযোগ করেছিল ভারত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
৫ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
৫ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
৬ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
৯ ঘণ্টা আগে