স্বাধীনতার পঞ্চাশ বছরেও বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি: জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছরেও বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। যে উদ্দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, তা এখনো স্বপ্নই রয়ে গেছে। ৩০ লাখ শহীদের জীবন আর লাখ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করে দিয়েছে দুটি দল।’