Ajker Patrika

সার্চ কমিটির জন্য কয়েকজনের নাম প্রস্তাব করেছে জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সার্চ কমিটির জন্য কয়েকজনের নাম প্রস্তাব করেছে জাপা

নির্বাচন কমিশন (ইসি) গঠনের ক্ষেত্রে সার্চ কমিটির জন্য চার থেকে পাঁচ জনের নাম প্রস্তাব করেছে জাতীয় পার্টি (জাপা)। 

আজ সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে এ তথ্য জানান দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তিনটি প্রস্তাব দিয়েছি।’

জাপা চেয়ারম্যান জানান, প্রথমত জাপা চায় সুনির্দিষ্টভাবে সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন হোক। আইন প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার সে বিষয়েও আলোচনা হয়। 

জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘আইন প্রণয়নের জন্য আমাদের আরেকটি প্রস্তাব ছিল তা হলো অধ্যাদেশ জারি। সবশেষে যদি সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন হয়, সেজন্য চার-পাঁচ জনের নাম প্রস্তাবও দেওয়া হয়েছে জাপার পক্ষ থেকে।’

জিএম কাদের বলেন, ‘রাষ্ট্রপতি আমাদের কথাগুলো আন্তরিকতার সঙ্গে শুনেছেন। প্রস্তাবগুলো পূরণের বিষয়ে আশ্বাসও দিয়েছেন।’

এর আগে বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপার সঙ্গে আলোচনা শুরু করেন। দলটির চেয়ারম্যান জিএম কাদের ছাড়াও পার্টির আরও সাত সদস্য ওই সংলাপে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত