যশোরের এসপির বদলি চেয়ে দুপুরে সিইসিকে চিঠি, সন্ধ্যায় পিছটান জাপার ৬ প্রার্থীর
প্রলয় কুমার জোয়ার্দার যশোরে প্রায় তিন বছর ধরে কর্মরত। সম্প্রতি এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেও তিনি এখনো যশোরে আগের পদে কর্মরত। তিনি নেত্রকোনার স্থায়ী বাসিন্দা, তাঁর শ্বশুরবাড়ি মনিরামপুরে। তাঁর শ্বশুর মনিরামপুরের মৃত চৈতন্য কুমার বিশ্বাস। তিনি মনিরামপুরসহ পুরো যশোরের বহু মানুষের ঘনিষ্ঠ।